স্যানিটাইজ করতে হবে টাকা, টাকায় করোনার ভাইরাস ২৮ দিন সক্রিয় থাকে

নিউজ ডেস্ক:টাকা প্রতিটি মানুষের কাছেই অতি প্রিয় বস্তু। আবার রোগ ছড়ানোর ক্ষেত্রেও টাকার বিশেষ ভূমিকা থাকে। যে কোনও ধরনের ভাইরাস টাকার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কারণ টাকা কখনও কারও কাছে স্থির থাকে না। টাকা প্রতিদিনই বহু মানুষের হাতে ঘোরে। এই মুহূর্তে গোটা বিশ্ব করোনা ভাইরাসে কাবু। গবেষকরা বলছেন টাকাতে। করোনার ভাইরাস ২৮ দিন পর্যন্ত সক্রিয় থাকে। তাই যে কোনও জায়গা থেকে টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে সেই টাকা স্যানিটাইজ করুন। অন্যথায় টাকার মাধ্যমে করোনা দ্রুত ছড়িয়ে পড়বে।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সির গবেষকরা সম্প্রতি পরীক্ষা করে দেখেছেন, করোনার ভাইরাস টাকাতে ২৮ দিন পর্যন্ত সক্রিয় থাকে। তবে শুধু টাকা নয়, বাড়িতে থাকা যে কোনও কাগজের সামগ্রীতে করোনা ভাইরাস ২৮ দিন পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। শুধু টাকা নয়, মোবাইলের স্ক্রিনেও এই ভাইরাস ২৮ দিন পর্যন্ত সক্রিয় থাকে বলে গবেষকরা জানিয়েছেন। গবেষকরা এটাও বলেছেন, বাইরে থেকে ঘুরে আসার পর প্রত্যেকের উচিত মোবাইল স্যানিটাইজ করা।

একইভাবে কোনও জায়গা থেকে টাকা পেলে সেই টাকাও স্যানিটাইজা করে তার পরেই পকেটে বা মানি ব্যাগে ঢোকান উচিত। অন্যথায় টাকার মাধ্যমে সংক্রামিতের থেকে একজন সুস্থ মানুষ সহজেই আক্রান্ত হতে পারেন। ওই গবেষক দলের ডেপুটি ডিরেক্টর ডেবি এগলস বলেছেন, ঘরের স্বাভাবিক তাপমাত্রায় করোনা ভাইরাস অনায়াসেই এক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও দীর্ঘক্ষণ বেঁচে থাকে এই ভাইরাস। বাড়িতে থাকা কাচ, প্লাস্টিকের সামগ্রী এবং কাগজের তৈরি বস্তুতে অনায়াসেই এই ভাইরাস বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে। এগলস আরও বলেছেন, আসন্ন শীতের করোনার প্রকোপ আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *