রাজনৈতিক অশান্তি, তৃণমূল-বিজেপি সংঘর্ষে মাঝরাতে উত্তপ্ত নন্দীগ্রাম

নিউজ ডেস্ক: ফের গভীর রাতে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম। জানা গিয়েছে, মহম্মদপুর এলাকায় সামান্য গ্রাম্য বিবাদই রাজনৈতিক অশান্তির আকার নেয়। এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর করা হয়, জখম হয়েছেন ২ বিজেপি কর্মী। অশান্তি ছড়ানোর অভিযোগে কাঠগড়ায় তৃণমূল। পরে পালটা তৃণমূলের উপরও হামলা চালায় বিজেপি। এ নিয়ে রাতভর উত্তপ্ত ছিল নন্দীগ্রামের মহম্মদপুর।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত এক গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে। মহম্মদপুর এলাকায় সেই ঝামেলার জেরে রবিবার রাতে প্রথমে এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর হয়। সেখান থেকেই রাজনৈতিক রং লাগে ঘটনায়। এলাকার বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। তার মধ্যে দুই বিজেপি কর্মীর আঘাত এতটাই গুরুতর যে তাদের তমলুক জেলা হাসপাতালে ভরতি করাতে হয়েছে বলে খবর। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। রাতের দিকে এর পালটায় আবার বিজেপি কর্মীরা তৃণমূল সদস্যদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার জেরে সোমবার সকালেও থমথমে মহম্মদপুর।

একুশের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রাম রীতিমতো আকর্ষণের কেন্দ্র। কারণ, এখান থেকেই লড়বেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিপক্ষ হতে পারেন তৃণমূলত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দুই যুযুধান প্রতিপক্ষ সম্মুখ সমরে নামার আগে এ ধরনের সংঘর্ষে স্বভাবতই রাজনীতির রং লাগছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *