পঞ্চায়েত ভোটের পরই বঙ্কিম ঘোষকে তলব করা হবে, বিজেপি বিধায়ককে নোটিস সিআইডির
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি স্ক্যানারে আসেন চাকদাহ-র বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ।ব্যস্ততার কারণ দেখিয়ে পঞ্চায়েত ভোটের পর হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক।
আরো পড়ুন-আজ উল্টো রথযাত্রা!মাসির বাড়ি থেকে পুরীর মন্দিরে ফেরার পালা জগন্নাথ-বলরাম-সুভদ্রা
শুক্রবার সকাল ১১টায় বিজেপি বিধায়ককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি-র তরফে। কিন্তু এবিষয়ে ফোনে বঙ্কিম ঘোষ জানিয়েছিলেন,পঞ্চায়েত ভোটের কাজে ব্য়স্ত থাকায় শুক্রবার হাজিরা দিতে পারবেন না। সিআইডিকে সে কথা জানিয়ে দিয়েছেন।এরপরেই ‘পঞ্চায়েত ভোটের পরই বঙ্কিম ঘোষকে তলব করা হবে’, বিজেপি বিধায়ককে নোটিস সিআইডির।
আরো পড়ুুন-উত্তাল দিনহাটা!তৃণমূল কর্মীর মৃত্যু সহ আহত ৬,কি বললেন উদয়ন গুহ…
উল্লেখ্য,এর আগে বিধায়কের পুত্রবধূকে ২ বার জিজ্ঞাসাবাদ করে সিআইডি।কল্যাণী এইমসে বঙ্কিম ঘোষের পুত্রবধূকে বেআইনিভাবে নিয়োগ করা হয় বলে অভিযোগ ওঠে|সূত্রের খবর,বঙ্কিম ঘোষের পুত্রবূধকে জিজ্ঞাসাবাদের সময়, অসঙ্গতি ধরা পড়ে তার বয়ানে| তাই বঙ্কিম ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।