জলপাইগুড়িতে চালু হতে চলেছে করোনা পরীক্ষার ভিআরডিএল

জলপাইগুড়ি, ৪ জুনঃ চলতি মাসেই জলপাইগুড়িতে চালু হতে চলেছে ভিআরডিএল ল্যাব ও অক্সিজেন প্ল্যান্ট। বিষয়টি জানালেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু ।

শুক্রবার জলপাইগুড়ি ভিআরডিএল ল্যাব তৈরীর অগ্রগতি নিয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তাদের সাথে রিভিউ বৈঠক করলেন জেলাশাসক। এর ফলে জেলায় করোনা রোগীদের চিকিৎসার অনেকটাই অগ্রগতি হবে বলে অনুমান জেলা প্রশাসনের।

করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশের সাথে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে জলপাইগুড়িতে। সেই কারনেই রাজ্য সরকারের পক্ষ থেকে জলপাইগুড়িতে একটি ভিআরডিএল ল্যাব ও জেলায় তিনটি হাসপাতালে অক্সিজেন প্লান্ট করার উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্যদফতর।

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের নবম তলায় একটি অত্যাধুনিক ভিআরডিএল ল্যাবের কাজ শুরু হয়েছে বেশ কিছু দিন আগে থেকেই। এই ল্যাব এখানে তৈরি হয়ে গেলে করোনার আরটিপিসিআর টেস্ট করার জন্য আর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের উপর ভরসা করতে হবে না জেলা স্বাস্থ্যদফতরকে। এর ফলে বেঁচে যাচ প্রচুর সময়। বর্তমানে আরটিপিসিআর টেস্টের রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে, তবে এই পরিষেবা চালু হয়ে গেলে অনেক আগেই রিপোর্ট পাওয়া যাবে। তাতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের করোনা রোগীদের চিকিৎসা করতে আরো সুবিধা হবে। সঙ্গে অকেকটাই চাপ কমবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভিআরডিএল ল্যাবের ওপর।

এর পাশাপাশি জলপাইগুড়ি সদর হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, ও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে একটি করে অক্সিজেন প্লান্ট করার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে জলপাইগুড়ি সদর হাসপাতাল ও সুপার স্পেশালিটি অক্সিজেন প্লান্টের কাজ শুরু হয়েছে। পরবর্তীতে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে কাজ শুরু হবে খুব তারাতাড়ি বলে জানিয়েছেন জেলা শাসক।
জেলা শাসক মৌমিতা গোদারা বসু জেলার স্বাস্থ্য কর্তা ও প্রশাসনের আধিকারিক নিয়ে এই দুটি প্রকল্পের কাজের খোঁজখবর নিতে একটি রিভিউ মিটিং করেন নিজের দপ্তরে।

মিটিং শেষে জেলা শাসক মৌমিতা গোদারা বসু বলেন কাজ দ্রুত গতিতে চলছে। খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে। জেলা শাসকের আশা চলতি মাসের মধ্যেই ভিআরডিএল ল্যাব ও একটি অক্সিজেন প্লান্ট চালু হয়ে যাবে জেলাতে। জলপাইগুড়ি হাসপাতাল সুপার গয়ারাম নস্কর বলেন জলপাইগুড়িতে ভিআরডিএল ল্যাব চালু হয়ে গেলে আমাদের আর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের উপর ভরসা করতে হবে না।এই ল্যাবে করোনার আরটিপিসিআর টেস্টের পাশাপাশি যে কোনো ভাইরাল রোগের পরীক্ষা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *