রবিবার পড়ুয়াদের অনুমতি নিয়ে শিক্ষকরা স্কুল খোলায়, প্রধান শিক্ষককে ধমকালো তৃণমূল নেতৃত্ব

শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ এর দাবিতে ধর্মঘট এর ডাক দিয়েছিল। সেই আন্দোলনে সামিল হয়ে বাগদার কোনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়বন্ধ বন্ধ ছিল ৷ পড়ুয়াদের কথা ভেবে পড়ুয়াদের অনুমতি এবং শিক্ষকদের অনুমতি নিয়ে রবিবার চলছে স্কুল৷ প্রধান শিক্ষক জানিয়েছেন গতকাল আমরা পড়ুয়াদের এসে জিজ্ঞাসা করি ৷শিক্ষকদের বলি যে একদিন স্কুল বন্ধ ছিল, রবিবার দিন ক্লাস করা যায় কিনা তাহলে পড়ুয়াদের ঘাটতি পূরণ হবে। সকলেই রাজি হয়ে যায় তাই রবিবার স্কুল করছি এবং নিজেরা চাঁদা তুলে পড়ুয়াদের দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করেছি ।

আরো পড়ুন-“বিজেপি ও সিপিএম জলদ সে জলদ কুরসি কি পেটি বান্ধ লো,মৌসম বাদাল রাহা হে”:ফিল্মি কায়দায় হুমকি মদনের

এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক অনুপম সরদার জানিয়েছেন গত শুক্রবার ধর্মঘটের কারণে স্কুলের সমস্ত শিক্ষকরা আমাকে জানাই ও তারা ডিএ ধর্মগড় সমর্থন করবেন এবং তারা স্কুলে আসবেন না । সেই মতো ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেওয়া হয় গত শুক্রবার স্কুল বন্ধ থাকবে ধর্মঘটের কারণে । তবে শুক্রবার দিন ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনে যেই ঘাটতি হয়েছে হয়েছে সেই ঘাটতি টা কে পূরণ করবার জন্য আজ রবিবার স্কুল খোলা আছে । স্বাভাবিক ভাবেই চলছে পঠন পাঠন। এবং স্কুলের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা নিজেদের টাকা দিয়ে আজকে মিড ডে মিলের ব্যবস্থা করেছেন । এবং এই বিষয় টি কে খুশি স্কুল পড়ুয়ারা ।

আরো পড়ুন-“সরকার সংবেদনশীল না হলে অনশন-আন্দোলন চলবে”: রাজভবনে থেকে বেরিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দল

স্কুলের মধ্যে ঢুকে কমিটির লোক, স্থানীয় বাসিন্দা ও বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় এসে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ করে ৷প্রধান শিক্ষককে ধমকায় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *