নুসরতের পর এবার বিজেপির লকেটের বিরুদ্ধে ইডির তদন্ত?তৃণমূলের তুলসী সিনহা রায়ের অভিযোগ

তৃণমূলের নুসরাত জাহানের পর এবার বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন ইডিতে। আবেদন জানালেন বিধান নগর পৌর নিগমের তৃণমূল ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিনহা রায়।

আরো পড়ুন-বিধানসভায় ফুরফুরা শরীফ উন্নয়ণে বরাদ্দ অর্থ নিয়ে নৌশাদের প্রশ্নের মুখে ফিরহাদ

গত ৩১ তারিখ বিকেলে বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা তৃণমূল সাংসদ নুসরত জাহান এর নামে ফ্লাট দুর্নীতির অভিযোগ করেন ইডির কাছে। ঠিক তার কয়েকদিন পর আজ ইডির দফ্তরে এসে উপস্থিত হন বিধান নগর পৌর নিগমের ৪০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিনহা রায়। তিনি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নামে তদন্তের আবেদন জানালেন ইডির কাছে।

আরো পড়ুন-প্রার্থী ভোটে দাঁড়ায় জেতার জন্য,ব্যালট বাড়িতে রেখে দিয়ে কি হবে?প্রশ্ন বিস্মিত বিচারপতি

তুলসী সিনহা রায় জানান…… আজকে আমরা আইনজীবী এবং সমাজকর্মীর তরফ থেকে একটা আবেদন নিয়ে এসেছি একটা তদন্ত করার জন্য। আজকে আমরা একটা নিরপেক্ষ তদন্তের জন্য এসেছি সাংসদ বিজেপি লকেট চট্টোপাধ্যায়ের তিনি রোজভ্যালির একজন বেনিফিশিয়ারী। সেই ব্যাপারে যাতে নিরপেক্ষ তদন্ত হয় সেই ব্যাপারে ইডি দফ্তরে একটা আবেদন জমা দেওয়া হয়ে গেলাম। আমাদের কাছে তথ্য আছে কিন্তু আমরা চাই আগে ই ডি তদন্ত করুক এবং এই তদন্ত চলাকালীন যদি আমাদের কোন সহযোগিতা প্রয়োজন হয় আমরা সহযোগিতায় থাকবো।

আরো পড়ুন-প্যারোলে থাকা দেবজ্যোতি ঘোষকে গুলি করে খুনের ঘটনা পুনর্নির্মাণ ধৃত দুই অভিযুক্তকে নিয়ে

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালি কান্ডের একজন বেনেফিশিয়ারি। যখন রোজভ্যালি কাণ্ডে ইডি এত তদন্ত করছে সে ক্ষেত্রে তদন্তের বাইরে লকেট চট্টোপাধ্যায় কেন? সে বিজেপি সাংসদ বলে কি তদন্তের বাইরে। সেই আবেদনটাই আমরা করতে এসেছি যে তার ব্যাপারেও তদন্ত করা হোক। নিরপেক্ষ তদন্তের আশায় আমরা এখানে আবেদন জানিয়ে গেলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *