জামুরিয়াতে বিজেপি প্রার্থীদের এবং অগ্নিমিত্রা পালকে ‘গো ব্যাক শ্লোগান’ তৃণমূলের

জামুরিয়াতে বিজেপি প্রার্থীদের নিয়ে বিধায়িকা অগ্নিমিত্রা পাল নমিনেশন করাতে পৌঁছালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘গো ব্যাক শ্লোগান’ দিতে লক্ষ্য করা যায়। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান দেয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরো পড়ুন-তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসে যোগদান ৫০ জন!

এদিন জামুরিয়া বিডিও অফিস এলাকায় বিধায়িকা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে নমিনেশন জমা করতে যান বিজেপির প্রার্থীরা। সে সময় তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান উঠতে থাকে বলে অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল।

আরো পড়ুন-‘তৃণমূল এখন তোলাবাজদের জায়গা’:পুষ্পা রানী বৈদ্য সহ ২০০ তৃণমূল কর্মীর বিজেপিতে যোগ

ঘটনা প্রসঙ্গে জামুরিয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা হরে রাম সিং বলেন বিজেপির কাছে কর্মী নেই তাই তারা এদিক ওদিক থেকে লোক নিয়ে এসে নমিনেশন করাচ্ছেন। জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং এও দাবি করেন, বিরোধীদের যদি কেউ নমিনেশন করাতে না পারছেন, তার কাছে এলে তিনি নিজে নিয়ে গিয়ে নমিনেশন করাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *