ফের সল্টলেকে প্রোমোটার রাজ।মৃত মানুষের নামে ভুয়ো নথি তৈরী করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ

ফের সল্টলেকে প্রোমোটার রাজ। মৃত মানুষের নামে ভুয়ো সরকারি নথি তৈরী করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ। জমির ভুয়ো দলিল তৈরি করে কোটি টাকার বিনিময় জমি বিক্রির অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে। গ্রেফতার জমি মাফিয়া। সিদ্ধার্থ নাগ নামের প্রোমোটারকে গ্রেফতার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ।

আরো পড়ুন-বালিঘাট দখলকে কেন্দ্র করে যুবক খুন!তৃণমূল নেতা-সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ

পুলিশ সূত্রে খবর, চলতি বছর ১৩ অক্টোবর মানিকতলা এলাকার বাসিন্দা প্রিয়োজিত মিত্র বিধাননগর উত্তর থানায় অভিযোগ করেন যে তাঁর মামা পৃথিষ চন্দ্র বসুর ১৯৯৭ সালের ৩ জুলাই মৃত্যু হয়। তার মামার নামে সল্টলেকের বি এ ব্লকে একটি বাড়ি ছিল। যেই বাড়ি মামা মারা যাওয়ার সময় তার নামে উইল করে দিয়ে যান। তবে তার পরে জমির মিউটেশন তিনি করিয়ে উঠতে পারেননি। ২০০৭ সালের অগাস্ট মাসে প্রিয়জিত মিত্রের সঙ্গে আলাপ হয় ওই এলাকার প্রোমোটার সিদ্ধার্থ নাগের। তিনি বি এ ব্লকের বাড়ির নিচের তলায় বসবাসের জন্যে লংটার্ম লিজ নেয়। এরপরই সেই জমির মিউটেশন করে দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়জিত বাবুকে দেয় এই সিদ্ধার্থ নাগ এবং বাড়ির যাবতীয় আসল দলিল তাদের থেকে নেয় এই অভিযুক্ত বলে পুলিশ সূত্রে খবর। তবে পরবর্তীতে জমির মিউটেশন করিয়ে দেয়না এবং জমির দলিলও ফেরত দেয়না অভিযুক্ত বলে অভিযোগ।

আরো পড়ুন-দেগঙ্গায় তৃণমূল নেত্রীর নির্মীয়মাণ বাড়ির নীচে বোমা, বিস্ফোরণে জখম ২ শ্রমিক

এরপরই অভিযোগকারী প্রিয়জিত মিত্র চলতি বছর সল্টলেকের সেই বাড়ির সামনে গেলে দেখতে পান সেই বাড়ি ভেঙে ফেলে সেখানে নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। প্রতিবেশীদের জিজ্ঞেস করে জানতে পারেন নিচের তলার বাসিন্দা সিদ্ধার্থ নাগ এই বাড়িটি সুশীল জিন্দাল এবং শশী জিন্দাল নামের দুই ব্যক্তিকে ১কোটি ৫৭লক্ষ টাকার বিনিময় বিক্রি করে দিয়েছেন। বিধাননগর পৌরণিগমে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন এই বাড়িটি সিদ্ধার্থ নাগ তার মামা ১৯৯৭ সালে মৃত পৃথ্বীশ চন্দ্র বসুর থেকে ২০২১ সালের জুলাই মাসে কিনেছেন। সেই ডিড কপিতে মৃত ব্যক্তির প্যান কার্ড এবং আঁধার কার্ড সংযোজন করা রয়েছে বলেও অভিযোগকারীর দাবি। প্রতারণার স্বীকার হয়েছেন বুঝতে পেরে বিধাননগর উত্তর থানায় অভিযোগ করেন প্রিয়জিত মিত্র।

আরো পড়ুন-শিয়ালদাগামী চলন্ত ট্রেনে উঠে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টা!আটক অভিযুক্ত

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে সিদ্ধার্থ নাগ বাড়ির মৃত মালিকের নামে ভুয়ো আঁধার কার্ড, প্যান কার্ড তৈরি করে জাল দলিল তৈরি করে প্রথমে নিজের নামে মালিকানা নিয়ে নেয়। এরপরই সেই বাড়ি কোটি টাকার বিনিময় জিন্দালদের বিক্রি করে দেয়। এই ধরনের প্রচুর অবৈধ ঘটনার সঙ্গে এর আগেও নাম জড়িয়েছিল এই জমি মাফিয়া সিদ্ধার্থ নাগের বলে পুলিশ সূত্রে খবর। এরপরই গতকাল সূত্র মারফত খবর পেয়ে নিউটাউন এলাকায় হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। সেখান থেকে অভিযুক্ত প্রোমোটার সিদ্ধার্থ নাগকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ব্যক্তির সঙ্গে আর কাদের যোগ রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *