মঙ্গলবার করছেন পদত্যাগ!এবার কি তবে পদ্ম চিহ্ন নিয়ে রাজনীতির ময়দানে?

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন তিনি|তার একাধিক ক্ষুরধার মন্তব্যে বেজায় চটেছেন শাসক|আক্রমণও কম করা হয়নি তাকে শাসক শিবির থেকে|তার নির্দেশেই একের পর এক ধাক্কা খেয়েছে রাজ্য|টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার জন্য তাকে ভর্ৎসনা করেছে ক্ষোদ শীর্ষ আদালত|তিনি আর কেউ নন,তিনি হলেন চাকরিপ্রার্থীদের ‘ভগবান’ ,আর শাসকের ‘চক্ষুশূল’,বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়|

আরো পড়ুন-গ্রেফতারের আগে ৫৫ দিন ধরে ডেরা পাল্টে পাল্টে সন্দেশখালি এলাকাতেই ছিলেন

আজ রবিবাসরীয় দুপুরে এবিপি আনন্দকে সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন|সূত্রের খবর,লোকসভা নির্বাচনের আগে এমন বড় সিদ্ধান্ত তিনি নিয়েছেন রাজনীতির ময়দানে লড়বেন বলে|আর তাই তিনি মঙ্গলবারই ইস্তফা দেবেন|

আরো পড়ুন-তৃতীয় বিয়ে সারলেন অনুপম!দাম্পত্য জীবন শুরু অনুপম-প্রস্মিতার

সূত্রের খবর,তিনি সম্ভবত বিজেপির প্রার্থী হবেন|সম্ভবত,তমলুক আসন থেকে তিনি প্রার্থী|তার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষনার পরই মিশ্রিত প্রতিক্রিয়া পাওয়া গেছে|যেখানে শাসক দলের নেতারা তাকে তুলোধনা করতে ছাড়েননি|আবার অন্যদিকে,অনেকেই তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *