১৫ দিন ধরে সল্টলেকে বাড়িতে আটকে বছর ৭৫-এর বৃদ্ধ!তালা মেরে মেয়ে কাজের খোঁজে দিল্লীতে

দিন পনেরো ধরে সল্টলেকে বাড়িতে আটকে বছর ৭৫ এর বৃদ্ধ।দরজার বাইরে থেকে তালা মেরে মেয়ে কাজের খোঁজে দিল্লীতে। বিধাননগর ৪১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর রত্না ভৌমিকের তরফ থেকে খাবার দেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকেও নজর রাখা হচ্ছে ওই বৃদ্ধর প্রতি।

আরো পড়ুন-পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতী বিশ্বাসের বিরুদ্ধে পোস্টার পড়ল পাতুলিয়া পুলিশ কোয়াটার অঞ্চলে

স্থানীয়দের দাবী,সল্টলেকের বিডি ২৫০ নম্বর বাড়িতে থাকেন ৭৫ বছর বয়সী সুনীল দত্ত গুপ্ত তার সঙ্গে থাকতেন তার মেয়ে সর্বানি দত্ত গুপ্ত। একসময় সুনীল কুমার দত্ত গুপ্ত কৃষি দপ্তরে চাকরি করতেন।গত ১৫ দিন ধরে স্থানীয়রা দেখতে পান। এই বাড়ির গেটে তালা মারা এবং উপরে এক বৃদ্ধ আটকে রয়েছেন। তারপর খোঁজ খবর নিয়ে জানা যায়। দরজার বাইরে থেকে তালা মেরে তার মেয়ে সর্বাণী দত্ত গুপ্ত কাজের খোঁজে দিল্লিতে গেছেন। কয়েকদিনের মধ্যেই ফিরে আসার কথা তাঁর। এরপর থেকে স্থানীয় কাউন্সিলর রত্ন ভৌমিকের উদ্যোগে খাবার জল পাঠানো হতো। ওই বৃদ্ধকে ডেকে দোতলায় দড়ি বেঁধে তার কাছে খাবার পৌঁছে দেওয়া হতো। মেয়ের সঙ্গে ৪-৫ দিন আগে যোগাযোগ করা হলেও তারপর থেকে তার সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না তার মোবাইল সুইচ অফ বলে দাবি স্থানীয়দের।

আরো পড়ুন-দিনহাটায় আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়

গতকাল এই খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছায় বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশের তরফ থেকে তাকে চিকিৎসা এবং উদ্ধার করার চেষ্টা করা হলেও ওই বৃদ্ধ পরিষেবা নিতে অস্বীকার করেন। যদিও পুলিশে তরফ থেকে ওই বাড়িতে নজরদারি রাখা হচ্ছে যাতে ওই বৃদ্ধের কোনো সমস্যা না হয়। এবং স্থানীয় কাউন্সিলের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। খাবার ও জল দেওয়া হচ্ছে। এই ঘটনায় ফের একবার সল্টলেকে একাকী এক বৃদ্ধের করুণ দশা নজরে আসলো|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *