কোন জোড়া অস্ত্রেই করোনা বধ হবে, জানালেন অনুজ শর্মা

নিউজ ডেস্ক: সাবধানতা অবলম্বন আর মনের জোর এই দুই জোড়া অস্ত্রে করোনা ভাইরাসকে আমরা কুপোকাত করতে পারব। সোমবার এক চিঠিতে এই মন্তব্য করেছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা নিজে করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু নিজে আক্রান্ত হলেও তিনি শহরবাসীকে করোনা থেকে সুস্থ করে তুলতে নতুন এক মন্ত্রে দীক্ষিত করতে চান। সহকর্মীদের উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি বলেছেন, যে কোন রোগ মোকাবিলায় মনের জোর সবচেয়ে বড় ওষুধ। গত সপ্তাহে করোনা আক্রান্ত হন অনুজ শর্মা। করোনা পরীক্ষার রিপোর্ট জানার পর তিনি চিকিৎসকদের পরামর্শ মত বাড়িতেই আইসোলেশনে আছেন।

পুলিশ কমিশনার শরীরে মাঝারি মানের উপসর্গ রয়েছে। তাই বাড়ি থেকেই দফতরের সমস্ত কাজ সামলাচ্ছেন তিনি। বিপুল কাজের চাপের মধ্যেও নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সহকর্মীদের উদ্দেশ্যে তিনি একটি চিঠি লিখেছেন। ওই চিঠিতে শর্মা বলেছেন, করোনা নিয়ে কেউ অযথা আতঙ্কিত হবেন না। যদি কারও শরীরে উপসর্গ দেখা দেয় তবে চিকিৎসকের পরামর্শ নিন এবং মনের জোর রাখুন। মনের জোর যে কোনও রোগের সবচেয়ে বড় ওষুধ। একই সঙ্গে পুলিশ কমিশনার জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠে সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করোনার বিরুদ্ধে লড়াই চালাবেন। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে একেবারে সামনে থেকে কাজ করছেন পুলিশ কমিশনার।

এই কাজ করতে গিয়েই তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। অনুজ শর্মা তাঁর চিঠিতে করোনায় যে সমস্ত পুলিশকর্মীর প্রাণ গিয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে সহকর্মীদের প্রতি অনুরোধ করেছেন, আপনারা দয়া করে ডিউটি করার সময় উপযুক্ত সাবধানতা অবলম্বন করবেন। স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক-সহ যে সমস্ত উপকরণ আপনাদের দেওয়া হয়েছে সেগুলি ব্যবহার করবেন। প্রত্যেকে নিৰ্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখবেন। যে জায়গায় থাকবেন সেই জায়গাটি সর্বদা পরিষ্কার ও জীবাণুমুক্ত রাজবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *