প্রয়াত হলেন ষাটের দশকের কিংবদন্তি ফুটবলার সনত শেঠ, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩

প্রয়াত হলেন ষাটের দশকের কিংবদন্তি ফুটবলার সনত শেঠ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩।১৯৩২ সালে পানিহাটি টি এন ব্যানার্জি রোড এর এই বাড়িতেই জন্ম হয় তার। তারপর পড়াশোনা খেলাধুলার মধ্যে দিয়ে বেড়ে ওঠা সনত শেঠের। ফুটবল অন্তপ্রাণ ছিলেন সনদ বাবু। কলকাতার তিন বড় ক্লাব সহ দেশের প্রতিনিধিত্ব করেছেন বহুবার,১৯৫৪ সালের এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন সনত সেঠ|

আরো পড়ুন-৪০০ বছরের ইতিহাসে এই প্রথম! “মিডনাইট প্রার্থনার” সময়ের পরিবর্তন ব্যান্ডেল চার্চে

আজ সকাল দশটা চল্লিশ নাগাদ বার্ধক্যজনিত রোগে ইহলোকের সমস্ত মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন পানিহাটির সকলের প্রিয় সনত কাকু|তার মৃত্যুতে গভীর শোকের ছায়া পানিহাটি টি এন ব্যানার্জি রোড সহ গোটা ফুটবল মহলে। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিদল মৃতদেহতে ক্লাবের পতাকা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানালেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রীও ফোন করে সমবেদনা জানিয়েছেন সনত বাবুর পরিবারকে।

আরো পড়ুন-আবারো দীঘায় কাঁকড়া খেয়ে মৃত্যু হল এক পর্যটকের,চাঞ্চল্য ছড়ালো সৈকত নগরীতে!

সমবেদনা জানাতে এদিন তার বাড়িতে আসেন পানিহাটির বিধায়ক তথা রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, আসেন পানিহাটি পৌরসভা মুখ্য প্রশাসক মলয় রায়, উপ মুখ্য প্রশাসক সোমনাথ দে সহ অগণিত তার অনুগামীরা, বিধায়ক নির্মল ঘোষ জানান তাঁর স্মৃতির উদ্দেশ্যে পানিহাটি স্পোটিং ক্লাবের ময়দানে তার নামাঙ্কিত একাডেমির প্রস্তাব দেওয়া হবে|
তার শেষকৃত্য সম্পন্ন হবে পানিহাটি শ্মশান ঘাটে|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *