দেশজুড়ে আজ শুরু হচ্ছে টিকাকরণ, ভার্চুয়ালি উদ্বোধন করবেন মোদি

আজ, শনিবার থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে টিকাকরণ। সকাল সাড়ে ১০টায় যার আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে অবশ্য সকাল ৯টা থেকে রাজ্যে শুরু হচ্ছে করোনার বিরুদ্ধে নতুন যুদ্ধ! স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সারা রাজ্যে মোট ২১২টি টিকাকরণ কেন্দ্র করা হয়েছে। তার মধ্যে কলকাতায় রয়েছে ১৯টি। প্রতি কেন্দ্রে প্রতিদিন ১০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে।

এদিকে আজ প্রথম দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিষেধক কেন্দ্রগুলিকে নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পর্যবেক্ষণ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রতিষেধক প্রয়োগের প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের এবং টিকাপ্রাপকদের সঙ্গেও কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। কলকাতার সাত জন বিশিষ্ট চিকিৎসককেও প্রথম দিনের প্রতিষেধক নেওয়ার তালিকায় যুক্ত করেছে স্বাস্থ্য দফতর।

এদিকে টিকাকরণ কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে রাজ্যের বেশ কয়কটি বেসরকারি হাসপাতালকেও। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলির পাশাপপাশি, তৈরি পুরসভার বরো অফিসগুলিও। পুরসভার কোল্ডচেন পয়েন্টে রাখা হয়েছে করোনার টিকা। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন জানান, ‘কাল থেকে শুরু হচ্ছে। আমরা উতসবের মতো পালন করব। আপাতত পাঁচটা বরোতে হবে। পরে অন্য বরোতেও হবে।’

দেশ জুড়ে কোউইন অ্যাপে ভ্যাকসিন প্রাপকদের নাম নথিভুক্ত করা হচ্ছে। সম্ভবত সেকারণেই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তাই ভ্যাকসিন প্রাপকদের এসএমএস ও হোয়াটসঅ্যাপ করে অবহিত করা হয়েছে। বঙ্গে প্রতিষেধক নেওয়ার আগে ও পরে কো-উইন অ্যাপে নাম তোলা যাবে না বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। তার বদলে রেজিস্ট্রেশন এবং প্রতিষেধক দেওয়ার পরে হাতে লেখা স্লিপ দেওয়া হবে প্রতিষেধক গ্রাহককে। শুক্রবার এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তাঁরা জানাচ্ছেন, নেটওয়ার্ক সমস্যার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

টিকাকরণের পর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে যাতে কোনও গুজব না ছড়ায় তার জন্য সতর্ক প্রশাসন। প্রতিটি কেন্দ্রে ‘রিউমার রেজিস্টার’ রাখা হচ্ছে। প্রতিষেধকের পার্শ্ব প্রতিক্রিয়া-সহ কোনও বিষয়ে গুজব ছড়ালে কারা, কোন মাধ্যমে ছড়াচ্ছে তা ওই রেজিস্টারে লিখে রাখা হবে। প্রতিষেধক গ্রহীতাদের কোনও মতামত থাকলে তা-ও লিখে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *