পজিটিভিটি রেট কমছে, কিন্তু বাড়ল সংক্রমণ, সক্রিয় করোনা রোগী সাড়ে ১৫ লক্ষ

নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হলেন ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন। দেশে মোট ৩ কোটি ৭১ লক্ষ ২২ হাজার ১৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ আগের দিন সংক্রামিত হয়েছিলেন ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন।

আরও পড়ুন-‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এখানে পৌঁছেছি’‌, তবে কি বিরোধ শেষ?

এদিন সংক্রমণ বেশি থাকলেও পজিটিভিটি বা সংক্রমণের হার গতকালকের তুলনায় সামান্য কম। আজ ভারতে দৈনিক পজিটিভিটি রেট ১৬.৬৬ থেকে কমে দাঁড়িয়েছে ১৬.২৮ শতাংশ৷ স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩১৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশে মোট ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন এখনও পর্যন্ত৷

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৫ লক্ষ ৫০ হাজার ৩৭৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৩৩১ জন৷ দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ৭২১৷ সুস্থতার হার ৯৪.৫১ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *