আগামী সপ্তাহ থেকেই স্পুটনিক ভি মিলবে দেশের বাজারে, জানালেন ভি কে পল

নিজস্ব সংবাদদাতা : রাশিয়া থেকে স্পুটনিক ভি ভারতে এসে গিয়েছিল ১ মে। প্রাথমিকভাবে মস্কো দেড় লক্ষ ভ্যাকসিন পাঠিয়েছিল। এবার ওই ভ্যাকসিন বাজারে আসতে চলেছে। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই দেশের বাজারে মিলবে রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন। ডক্টর রেড্ডি’স ল্যাবোরেটরিজের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কাজ শুরু হবে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই জরুরি ভিত্তিতে স্পুটনিক ভি-র ব্যবহারে ছাড়পত্র দিয়েছে।

রাশিয়ার গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউটে স্পুটনিক ভি তৈরি হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে রাশিয়া এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের কাজ শেষ করে। পরীক্ষা পর্ব শেষ হওয়ার পর সে দেশে টিকাকরণ শুরু করে ভ্লাদিমির পুতিন সরকার। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজে এবং তাঁর মেয়ে স্পুটনিক ভি ভ্যাকসিন নিয়েছিলেন। ভারতীয় সংস্থা ডক্টর রেড্ডি’স ল্যাবের সঙ্গে চুক্তি করে। তাদের মাধ্যমে ভারতে স্পুটনিক ভি সরবরাহের পথে হাঁটে রাশিয়া।

চুক্তি মতো চলতি মাসের ১ তারিখেই দেশে পৌঁছেছিল দেড় লক্ষ স্পুটনিক ভি ভ্যাকসিন। সূত্রের খবর, প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে স্পুটনিক ভির ট্রায়াল হয়। সফল ট্রায়ালের পর এবার স্পুটনিক ভি প্রয়োগের অনুমোদন দিল ডিজিসিআই। একই সঙ্গে ২ থেকে ১৮ বছর বয়সিদের টিকার ট্রায়ালেও ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই।

নীতি আয়োগের সদস্য ভিকে পল এদিন জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে বাজারে রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণেই মিলবে। এই ভ্যাকসিন দিয়েই এবার টিকাকরণ শুরু হবে। পাশাপাশি দেশে ভ্যাকসিনের ঘাটতি মেটাতে যে কোনও দেশ থেকে তা আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। ভ্যাকসিন আমদানির জন্য প্রয়োজনীয় অনুমতি দু, একদিনের মধ্যেই মিলবে বলে জানিয়েছেন ভিকে পল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *