‘বিরিয়ানির দাম দেব কেন? থানার এলাকার মধ্যে দোকান তো,’ বিপাকে পুলিশের ডিসিপি

নিউজ ডেস্ক: থানা এলাকার মধ্যেই রয়েছে বিরিয়ানির রেস্তোরাঁ। তাই বিরিয়ানির দাম দেওয়ার প্রয়োজন বোধ করলেন না তিনি। পুনের এক পুলিশ আধিকারিকের অডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল শুক্রবার সেই অডিয়ো ক্লিপ যাচাইয়ের নির্দেশ দিয়েছেন ।

অভিযুক্ত অফিসারের নাম হল প্রিয়াঙ্কা নার্নাভারে। তিনি এই মুহূর্তে পুনের জোন ওয়ানের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিএসপি)। অডিয়ো ক্লিপ এডিট করা এবং ভুয়ো বলে সাফ জানিয়েছেন প্রিয়াঙ্কা নার্নাভারে।

অডিয়ো ক্লিপে, ওই অফিসার তাঁর এক অধস্তনের কাছে জানতে চান কোথায় ভাল ননভেজ খাবার পাবেন। সদাশিব পেঠ এলাকার একটি সুপরিচিত রেস্তোরাঁ সম্পর্কে তাকে জানানো হলে তিনি জানতে পারেন সেখানে আসল ঘি এবং কোলহাপুরি মাটন দিয়ে তৈরি বিরিয়ানি পাওয়া যায়। কিনে আনা হবে কিনা জিজ্ঞাসা করতে আসে সেই বিতর্কিত উত্তর।

অফিসারকে বলতে শোনা যায়, ‘টাকা দেবে কেন? আমাদের থানা এলাকার মধ্যেও টাকা দিতে হবে?’ অধস্তন অফিসার জানান সাধারণত খাবারের জন্য তারা দাম দেন। কিন্তু ওই অফিসার ফ্রি-তেই বিরিয়ানি আনার কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল এই মর্মে জানান, ‘আমি অডিয়ো ক্লিপটা শুনেছি। খুবই গুরুতর বিষয়। আমি পুলিশ কমিশনারকে তদন্ত করতে বলেছি। তিনি রিপোর্ট জমা দিলে রাজ্য সরকার ওই আধিকারিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *