আত্মজীবনীতে মোদির সমালোচনা করেছেন প্রণব মুখার্জী

নিউজ ডেস্ক:  ২০১৪-য় নরেন্দ্র মোদি যখন প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন তখন রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্রণববাবু যখন কংগ্রেস নেতা ছিলেন সে সময় তিনি বিভিন্ন ক্ষেত্রে বিজেপি নেতাদের সমালোচনা করেছেন। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পর কখনওই তিনি বিজেপি নেতাদের সম্পর্কে একটিও বিরূপ মন্তব্য করেননি। কিন্তু নিজের আত্মজীবনীতে ঘুরিয়ে মোদির সমালোচনা করে গিয়েছেন তিনি। দিয়েছেন বেশ কয়েকটি পরামর্শ।

নিজের আত্মজীবনী ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স-২০১২-২০১৭’ বইয়ে প্রণব লিখেছেন, বিরোধীদের তুচ্ছতাচ্ছিল্য না করে তাঁদের বক্তব্য মন দিয়ে শোনা উচিত প্রধানমন্ত্রীর। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদির সংসদে আরও বেশি দিন উপস্থিত থাকা প্রয়োজন। মঙ্গলবার প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনী প্রকাশ হয়েছে। সেখানেই প্রণববাবু প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি, অটলবিহারী বাজপেয়ী এবং মনমোহন সিংয়ের কথা লিখেছেন।

মোদিকে পরামর্শ দিয়ে তিনি বলেছেন, দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী পদে বসার পর তাঁর উচিত পূর্বসূরিদের থেকে অনুপ্রেরণা নেওয়া। প্রাক্তন প্রধানমন্ত্রীরা সকলেই সংসদে উপস্থিত থাকতেন। সংসদে উপস্থিতি বাড়িয়ে নিজের নেতৃত্বগুণ সকলের সামনে তুলে ধরতেন। মোদি যদি সেই একই কাজ করেন তবে প্রথম দফায় যে সংসদীয় সংকটের মুখে তাঁকে পড়তে হয়েছিল তা অন্তত হবে না। মোদিকে বার্তা দিয়ে প্রণববাবু লিখেছেন, বিরোধীদের বক্তব্য প্রধানমন্ত্রীর সব সময় মন দিয়ে শোনা উচিত। পাশাপাশি নিজের বক্তব্য সংসদে তুলে ধরা উচিত।

সংসদের মতো জায়গাকে ব্যবহার করে প্রধানমন্ত্রী যেমন অন্যের মতামত জানতে পারবেন, তেমনই নিজের মতামত অন্যদের জানাতে পারবেন। দেশবাসীর কাছে সঠিক  তথ্য তুলে ধরতে পারবেন। প্রণববাবু আরও লিখেছেন, প্রধানমন্ত্রীর কাজ হল সংসদকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। সেখানে যদি বিরোধীদের এবং জোটসঙ্গীদের সঙ্গে কথা বলার প্রয়োজন হয় তবে সেটা বলতে হবে। বিরোধীদের সঙ্গে কথা বললে কখনওই একজন প্রধানমন্ত্রী ছোট হয়ে যান না। বরং সকলের মধ্যেই তার গ্রহণযোগ্যতা আরও বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *