করোনা পরিস্থিতিতে মে, জুন মাসেও বিনামূল্যে মিলবে রেশন, জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ দেশের ১১টি রাজ্যে করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই সমস্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে শুক্রবার বৈঠকে করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বৈঠকে দেশের হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাব এর কথা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীদের আশ্বস্ত করে মোদি জানিয়েছেন, অক্সিজেন অভাবের বিষয়টি যত শীঘ্র সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা হচ্ছে।

একই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে মানুষ চরম অসুবিধার রয়েছেন। সে কথা মাথায় রেখে আগামী মে ও জুন মাসে বিনামূল্যে মানুষকে রেশন দেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষকে মে ও জুন এই দুই মাস ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। এর ফলে ৮০ কোটি মানুষ উপকৃত হবেন। এজন্য কেন্দ্রের খরচ হবে ২৬ হাজার কোটি টাকার বেশি। অক্সিজেনের ঘাটতি মেটানোর ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যেই উৎপাদনকারী সংস্থাগুলিকে উৎপাদন বাড়ানোর কথা বলা হয়েছে।

প্রয়োজনে বিদেশ থেকেও অক্সিজেন আমদানি করা হবে। জার্মানি থেকে আনা হবে ২৩ টি মোবাইল অক্সিজেন প্লান্ট। অন্যদিকে চলতি পরিস্থিতিতে অক্সিজেনের সরবরাহের ব্যাপারে এগিয়ে এল বায়ুসেনা। তারা জানিয়েছে, বিভিন্ন জায়গায় পড়ে থাকা অক্সিজেন কন্টেনার তারা বিমানে করে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেবে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন বায়ুসেনা এই কাজ চালিয়ে যাবে। অন্যদিকে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবার করেনা পরিস্থিতি মোকাবিলার কাজে এগিয়ে এল।

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, রাম মন্দির নির্মাণের জন্য সংগৃহীত অর্থ থেকে তারা দুটি অক্সিজেন প্লান্ট বসাবে। ট্রাস্টের হিসাবরক্ষক অনিল মিশ্র জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে ট্রাস্ট দুটি অক্সিজেন প্লান্ট তৈরি করবে। এজন্য খরচ হবে ৫৫ লাখ টাকা। অযোধ্যার দশরথ মেডিকেল কলেজে এই প্ল্যান্টগুলি তৈরি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *