দেশে সংক্রমণের হার কিছুটা কমেছে, উৎসবের মরসুম নিয়ে চিন্তায় সরকার

নিউজ ডেস্ক: গত বেশ কয়েকদিন দেশে সংক্রমণের হার নিম্নমুখী। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। যা নতুন করে চিন্তায় ফেলেছে সরকারকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বারবার মানুষকে সতর্ক করা হয়েছে, তাঁরা যেন উৎসবে সামিল হতে অবাধে ঘরের বাইরে বেরিয়ে না আসেন। যে সমস্ত রাজ্যে দুর্গাপুজো, দশেরা বা দীপাবলি পালন করা হয় সেই সমস্ত রাজ্যগুলিকে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

রাজ্যগুলি উৎসবের আয়োজন করার অনুমতি দিলেও একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু মানুষ যদি এইসব বিধিনিষেধকে উপেক্ষা করেন তাহলে করোনার সংক্রমণ যে দ্রুত বাড়বে সেটাই উদ্বেগে রেখেছে সরকারকে। ইতিমধ্যেই বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোটা দেশে করনা আক্রান্তের সংখ্যা ৭৭ লক্ষ ৫ হাজার ১৫৮ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৮ লক্ষ ৭১ হাজার ৮৯৫ জন করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৫৩ জনের। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তদের মধ্যে প্রায় নয় হাজার মানুষের অবস্থা আশঙ্কাজনক।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই জানিয়েছে, যে সমস্ত এলাকায় করোনার সংক্রমণ এখনও বেশি সেই সমস্ত এলাকাগুলির উপর স্থানীয় প্রশাসন যেন কড়া নজরদারি চালায়। দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরলের মত কয়েকটি রাজ্যে এখনও সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। চলতি সপ্তাহে তেলেঙ্গানায় ভয়ঙ্কর বন্যা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে করোনার সংক্রমণ আরও দ্রুত ছড়াবে বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। তাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই তেলেঙ্গানা সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। উৎসবের মরসুমে কারণে বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোম কর্তৃপক্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *