গুজরাতেও পাশ হল লাভ জিহাদ বিরোধী বিল, হতে পারে ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি শাসিত আরও এক রাজ্যে পাস হয়ে গেল লাভ জিহাদ বিরোধী বিল। এই বিল অনুযায়ী, জোর করে ধর্মান্তরিত করে কাউকে বিয়ে করলে ৫ লক্ষ টাকা জরিমানা ও সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। উল্লেখ্য, এর আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশেও লাভ জিহাদ বিরোধী বিল পাস হয়েছিল।

২০০৩ সালে ‘গুজরাত ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যাক্ট ২০০৩’ এর সংশোধনী হিসেবে এই বিল পেশ করা হয় বিধানসভায়। ‘ধর্ম স্বতন্ত্র বিল ২০২১’ নামের ওই সংশোধনীতে বলা হয়েছে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্মান্তরণ আটকাতেই এই বিল আনা হয়েছে। বিলে বলা হয়েছে, ধর্মান্তরণ করে বিয়ে করলে পাঁচ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ২ লক্ষ টাকা জরিমানা হতে পারে। কোনও নাবালিকা কিংবা দলিত তপসিলি জাতির মেয়ে হলে কারাদণ্ডের মেয়াদ হবে ৪ থেকে ৭ বছর। সঙ্গে তিন লাখ টাকা জরিমানা।

যদি কোনও সংগঠন এই আইন ভাঙে সেক্ষেত্রে দোষী ব্যক্তির ন্যূনতম তিন থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে দিতে হবে পাঁচ লাখ টাকা জরিমানা। দিনভর আলোচনার পর বিলটি গুজরাত বিধানসভায় পাস হয়। রাজ্যের বিরোধী দল কংগ্রেস অবশ্য যথারীতি এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। গুজরাতের বিজেপি নেতা পরেশ ধনানি বলেছেন, ভালবাসায় কোনও প্রাচীর হয় না। কোনও জাতপাত ধর্ম হয় না। এটা এক অনুভূতির ব্যাপার। আইন করে এটা আটকানো উচিত নয়। অন্যদিকে বিজেপি দীর্ঘদিন ধরেই লাভ জিহাদের বিরুদ্ধে সরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *