অতিরিক্ত তিন হাজার হেক্টর জমি পাচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান 

নিউজ ডেস্ক: বন্যপ্রাণীরা যাতে আরও অবাধে বিচরণ করতে পারে সেজন্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং বাঘ সংরক্ষণ কেন্দ্রকে অতিরিক্ত তিন হাজার হেক্টর জমি দেওয়া হচ্ছে। সম্প্রতি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও সংলগ্ন এলাকায় যে সমস্ত জবর দখলকারী ছিল তাদেরও উচ্ছেদ করেছে অসম সরকার।

জবরদখলকারীদের কাছ থেকে ফিরে পাওয়া জমি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও বাঘ সংরক্ষণ কেন্দ্রকে দেওয়া হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বন্যপ্রাণীরা বিচরণের জন্য বেশ কিছুটা অতিরিক্ত জায়গা পাবে। যা তাদের বাস্তুতন্ত্রের পক্ষে সহায়ক হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও বাঘ সংরক্ষণ কেন্দ্রকে নওগাঁ জেলায় ৪৮৩ হেক্টর এবং সোনিতপুর জেলার ২৫৭০হেক্টর জমি দেওয়া হচ্ছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে মাঝেমধ্যেই হামলা চালায় চোরাশিকারিরা।

চোরা শিকারিদের এই হামলা ঠেকাতে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও বাঘ সংরক্ষণ কেন্দ্রের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতেই এই সংরক্ষণ কেন্দ্রের পরিধি বাড়ানো হচ্ছে। এর ফলে ওই অভয়ারণ্যে সংরক্ষিত বাঘ কাজিরাঙ্গা থেকেও অন্য অভয়ারণ্যেও চলাচল করতে পারবে। কাজিরাঙ্গা অভয়ারণ্যের সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে স্থানীয় মানুষের অত্যাচারে বনভূমির সংখ্যা ক্রমশই কমছে। ফলে সেখানে থাকা বাঘেদের জীবনযাত্রায় বড় রকমের ব্যাঘাত ঘটছে। মাঝেমধ্যেই বন থেকে বাঘ লোকালয়ে বেরিয়ে আসছে। সেই ঘটনা ঠেকাতেই জাতীয় উদ্যানের পরিধি বাড়াচ্ছে অসম সরকার। তবে শুধু বাঘ নয়, কাজিরাঙ্গায় রয়েছে বিরল একশৃঙ্গ গন্ডার। বনভূমির পরিমাণ বাড়া গন্ডারের পক্ষেও ভাল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *