বছরের শুরুতেই জিও’র নতুন ধামাকা, ফিরছে ফ্রিতে কলের সুবিধা

নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই আবার নতুন ধমাকা জিও’র ৷ জিও গ্রাহকদের জন্য আসছে খুশির খবর ৷ ২০২১-এর পয়লা জানুয়ারি থেকে ডোমেস্টিক ভয়েস কলে আর লাগবে না কোনও চার্জ ৷ interconnect usage charges (IUC) চার্জ এবার তুলে নিতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা ৷ বছরের প্রথম দিন থেকেই জিও গ্রাহকেরা দেশের মধ্যে যেকোন জায়গায় যেকোনও নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে কল করতে পারবেন৷

বছরের শেষ দিন সংস্থার তরফে এই খবর জানানো হয়েছে, ‘IUC চার্জ শেষ ৷ পয়লা জানুয়ারি ২০২১ থেকে ডোমেস্টিক ভয়েস কলের জন্য জিরো চার্জ লাগু হবে ৷ আরও একবার অফনেট সমস্ত ডোমেস্টিক ভয়েস কল বিনামূল্যেই করতে পারবেন জিও গ্রাহকেরা ৷’

অননেট ডোমেস্টিক ভয়েস কলে কোনও চার্জ নিত না জিও ৷ তবে সেপ্টেম্বর ২০১৯-এ TRAI-এর নির্দেশের পর ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে IUC চার্জ জিও শুরু করে ৷ তাই গত একবছর জিও গ্রাহকদের অন্য নেটওয়ার্কে ফোন করার জন্য একটা ন্যূনতম চার্জ দিতে হত ৷ আইইউসি চার্জ চালু করার সময়ই রিলায়েন্স জিও তাঁর গ্রাহকদের প্রতিশ্রুতি দিয়েছিল TRAI-এর তরফে এই শুল্ক তুলে নিলে তারা আর কোনও চার্জ নেবে না ৷ সেই প্রতিশ্রুতি মতোই সংস্থা ঘোষণা করে, আগামিকাল থেকে গ্রাহকেরা দেশের মধ্যে জিও সহ যেকোন নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে কল করতে পারবেন ৷

অন্যদিকে, দেশে ৫জি পরিষেবা দিতে রিলায়েন্স জিও-র প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। 5G-র হাত ধরে নেট পরিষেবা কতটা উন্নত হবে সেই নিয়ে আশাবাদী অনেকেই।ডেটা ডাউনলোডের স্পিড কতটা বাড়তে পারে সেই নিয়ে বিভিন্ন পর্যায়ে খতিয়ে দেখার কাজ চলছে। রিলায়েন্স জিও-র দাবি,৫জি পরিকাঠামোয় ১ জিবিপিএসের বেশি গতিতে ডেটা ডাউনলোড করা সহজেই যাচ্ছে। এত উচ্চগতির নেট পরিষেবা সব দিক থেকেই এক মাইলস্টোন ৷ দুনিয়ায় হাতে গোনা কয়েকটি দেশই এই ৫জি পরিকাঠামো তৈরি করে ডেটা ডাউনলোড স্পিড পরীক্ষা করে দেখার সুযোগ পাওয়া গিয়েছে।সেই তালিকায় জিও-র হাত ধরে উঠে এল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *