করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ, করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়াল

নিউজ ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশ। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশে দৈনিক করোনা আক্রান্তে নয়া রেকর্ড। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫৬ লক্ষ ৯ হাজার ৪ জন। আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়েছে। বর্তমানে আমেরিকার থেকে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস৷ পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে ৷ করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯। প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা দেবীও করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২ হাজার ২৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৬৭ হাজার ৪৫৭ জন।

গত চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯,৮১৯ জন৷ মৃতের সংখ্যাও বেড়ে হয়েছে ৪৬৷ তবে গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে ৫০ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে৷ যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেশি৷ এই মুহূর্তে রাজ্যে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৮,৩৮৬৷

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৫৭০ জনের। দেশে কোভিড আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১,৩২,৬৯,৮৩০ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ৫০ হাজার ১১৯ জন। দেশে সুস্থতার হার ৮৫ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ১৩ কোটি ১ লক্ষ ১৯ হাজার ৩১০ জনের।

দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ৬,৭৮,১৭২ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৬৫২।

সবথেকে বেশি উদ্বেগ রয়েছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগণাকে নিয়ে৷ কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২২৩৪ জন৷ আর উত্তর চব্বিশ পরগণায় সংখ্যা ১৯০০-র বেশি৷ গত চব্বিশ ঘণ্টায় কলকাতা এবং উত্তর চব্বিশ পরগণায় মৃত্যু হয়েছে যথাক্রমে ১৩ জন এবং ১৫ জনের৷ তবে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগণার পাশাপাশি হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগণা, মালদহ, বীরভূমের মতো জেলাগুলিকে নিয়েও উদ্বেগ বাড়ছে৷ কারণ এই জেলাগুলির কোনওটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে, কোথাও আবার তা পাঁচশো ছুঁই ছুঁই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *