বসছে সিসিটিভি, আসছে ফ্যান, দীর্ঘস্থায়ী আন্দোলনের প্রস্তুতি সিংঘু সীমানায়

নিউজ ডেস্ক: আন্দোলনরত কৃষকেরা প্রধানমন্ত্রীর তরফ থেকে কৃষি আইন তুলে নেওয়া নিয়ে কোনো রকম আশ্বাস পাননি, সুতরাং তাঁরা বুঝে গেছেন যে তাদের এই আন্দোলন দীর্ঘস্থায়ী হতে চলেছে।

এই কথাটি মাথায় রেখেই নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে আপাতত নতুন পরিকাঠামো গড়ে তুলছেন কৃষকেরা। দিল্লির ভয়ংকর গ্রীষ্মের মোকাবিলার কথাও ভাবা শুরু করেছেন তারা।

সিংঘু সীমানায় নজরদারি আরো জোরালো করে তোলার স্বীদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারী কৃষকদের সংগঠন সংযুক্ত কিসান মোর্চা, সে জন্য ৬০০ জন স্বেচ্ছাসেবীর একটি দল ও তৈরি করা হয়েছে।

কৃষক নেতৃত্বের অনেকেই আশঙ্কা করছেন যে বিশ্রামের সময়ে নিরীহ কৃষকদের ওপর দুষ্কৃতী হামলা হতে পারে আর তাই তাদের সুরক্ষার জন্য ২৪ ঘণ্টা টহল দেবেন এই স্বেচ্ছাসেবীরা।

এছাড়াও আন্দোলনের মূল মঞ্চ এবং তার আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ১০০টি সিসিটিভি ক্যামেরা এবং শক্তিশালী ভিডিয়ো রেকর্ডার বসিয়েছেন কৃষক নেতৃত্ব, প্রস্তুত করা হয়েছে একটি মনিটরিং রুমও।

১০টি গুরুত্বপূর্ণ জায়গায় এলসিডি টিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কৃষক সংগঠন যাতে মূল মঞ্চের আসে পাশে ভিড় না বাড়িয়ে, মঞ্চের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখা যায় ওই টিভিগুলোতে। এছাড়াও গ্রীষ্মের মোকাবিলা করতে আনা হবে এয়ার কুলার এবং ফ্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *