করোনা মোকাবিলায় ভারতকে সাহায্যের আশ্বাস ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও আমেরিকার

নিজস্ব প্রতিনিধি : বিশ্বজুড়ে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর প্রায় সব দেশকেই সাহায্য করেছে ভারত। ভ্যাকসিন, ওষুধ, পিপিই কিট সরবরাহ করেছিল নরেন্দ্র মোদি সরকার। এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। করোনা চিকিৎসার প্রয়োজনীয় অক্সিজনের তীব্র সঙ্কট চলছে দেশের প্রায় প্রতিটি রাজ্যে। এই সঙ্কটজনক পরিস্থিতিতে ভারতকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও আমেরিকার মত একাধিক দেশ।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগেই ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একই আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। গত কয়েক সপ্তাহ ধরে ভারতের করোনা পরিস্থিতির উদ্বেগজনক অবনতি ঘটলেও মার্কিন প্রশাসন সেভাবে ভারতের পাশে দাঁড়ানোর কোনও আশ্বাস দেয়নি। ঘটনার জেরে বাইডেন প্রশাসনের উপর প্রবল চাপ সৃষ্টি করে মার্কিন চেম্বার অফ কমার্স। এই চাপের কারণেই শেষ পর্যন্ত ভারতের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিল বাইডেন প্রশাসন।

শনিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ‘‘ভারতের করোনা পরিস্থিতি শুধু তাদের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়া তথা গোটা বিশ্বের পক্ষেই উদ্বেগজনক। এই মুহূর্তে আমেরিকার ভারতীয়রা বন্ধুরা কী কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই অবস্থায় আমরা ভারতকে সব ধরনের সহযোগিতা করব। এই মুহূর্তে ভারতের যে সব জিনিস প্রয়োজন তা পাঠানোর ব্যবস্থা করব। পাশাপাশি, ভারতে আমাদের যেসব সঙ্গীরা আছেন তাঁদেরও ভারতকে সর্বোচ্চ স্তরের সহযোগিতা করার জন্য অনুরোধ করব।” আমেরিকার মতোই ভারতের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি বলছেন, এই কঠিন পরিস্থিতিতে ভারতকে সব ধরনের সাহায্য করবে ব্রিটেন। প্রধানমন্ত্রী বরিস আরও জানান, এই সঙ্কটজনক পরিস্থিতিতে ভারতকে কীভাবে সাহায্য করা যায় তা নিয়ে ইতিমধ্যেই তাঁরা আলোচনা শুরু করেছেন। ব্রিটেন ভারতকে ভেন্টিলেটর-সহ করোনা চিকিৎসার বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্য করতে পারে বলে খবর। জার্মানিও ভারতকে অতিপ্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। দেশের চলতি কঠিন পরিস্থিতিতে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকার মতো প্রথম সারির দেশকে পাশে পাচ্ছে ভারত।

কূটনাতিক মহল মনে করছে, ইতিপূর্বে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার করোনা মোকাবিলায় বিশ্বের প্রায় সব দেশকেই প্রভূত সাহায্য করেছে। নিয়মিত বিভিন্ন দেশকে করোনার ওষুধ ও ভ্যকসিন পাঠিয়েছে নয়াদিল্ল। এবার তারই পাল্টা সুফল পেতে চলেছে ভারত। সঙ্কটজনক করোনা পরিস্থিতিতে একাধিক দেশ নয়াদিল্লিকে সাহায্যের আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *