চার দশকের ধারার অবসান, কেরলে উপুর্যপুরী দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল এলডিএফ

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ চার দশকের রাজনৈতিক ধারার অবসান হল কেরলে। দক্ষিণের এই রাজ্যে সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর সরকার পাল্টে যাওয়া দেখে আসছে মানুষ। চার দশক ধরে চলছে এই প্রবণতা। কিন্তু এবার পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন জোট সরকার সেই ধারায় দাঁড়ি টানলো। পর পর দ্বিতীয়বার এই রাজ্যে ক্ষমতায় এল বাম জোট।

কেরলে রয়েছে ১৪০ টি আসন। আপাতত যে কটির ফল ঘোষণা করা হয়েছে তার মধ্যে সিপিএম জিতেছে ৪৪ টি আসনে। ১৮ টিতে তারা এগিয়ে আছে। তুলনায় কংগ্রেস পেয়েছে ১৪ টি আসন। ৭টি আসনে তারা এগিয়ে রয়েছে। সিপিআই ১৩ টি আসনে জয়ী হয়েছে। চারটি আসনে এগিয়ে আছে। অন্যদিকে আইইউএমএল ১২টি আসনে জয়লাভ করেছে। তিনটিতে তারা এগিয়ে আছে। অন্যান্যরা চারটি আসন জিতেছে এবং একটি আসনে এগিয়ে আছে।

দক্ষিণের এই রাজ্যে একেবারেই দাগ কাটতে পারল না বিজেপি। গত বিধানসভায় তাদের এক জন বিধায়ক ছিলেন। কিন্তু এবার তিনি পরাজিত হয়েছেন। স্বাভাবিকভাবেই কেরল বিধানসভা হয়ে গেল গেরুয়া শূন্য। বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা এই রাজ্যে জোরদার প্রচার চালালেও তা কিন্তু মানুষের মন জিততে পারল না। কেরলে বামেরা কিভাবে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল?

এই প্রশ্নের উত্তরে দুটি কারণ বড় হয়ে উঠছে। প্রথমত ২০১৮ বন্যা বিপর্যস্ত হয়েছিল কেরল। বিজন সরকার দক্ষতার সঙ্গে সেই বিপর্যয় সামাল দিয়েছিল। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বিজয় কেরলের করোনা পরিস্থিতিও দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করেন।
সিপিএম নেতৃত্বাধীন ইউডিএফ জোটের এই দুই কাজের স্বীকৃতি মিলল এবারের ভোটে। তাই পরপর দুবার কেরলে ক্ষমতায় ফিরল এলডিএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *