৫০০বছরের এই পুরোনো মন্দির দাড়িয়ে আছে এক রহস্যময় জমির উপর!

শ্রী শ্রী আনন্দময়ী মন্দির অবস্থিত ২২ নং বি কে পাল অ্যাভিনিউ কলকাতা ৭০০০০৫-এ|শ্রী ননীমোহন বন্দ্যোপাধ্যায় প্রথম একজন গুরুজীর কাছ থেকে এই মন্দিরের দায়িত্ব পান|সেই সময়ে গুরুজী এই মন্দিরে থাকতেন এবং মন্দির দেখাশোনা করতেন|বলা হয় সেই সময় মন্দিরের পাশ দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হত|

আরো পড়ুন-রাজ্য মন্ত্রিসভায় হয়ে গেল রদবদল

এই মন্দির সম্পর্কে অদ্ভুত জিনিস আছে|যে জমিতে মন্দির তৈরি হয়েছে তার মালিক কে তা কেউ জানে না|এই মন্দিরের বয়েস প্রায় ৫০০ বছর|

আরো পড়ুন-রাত নামলেই রহস্যজনক ঘটনা হয় হাই কোর্টের ১১ নম্বর ঘরে

প্রারম্ভিক দিনগুলিতে মন্দিরটি কেবল একটি কুঁড়েঘর নিয়ে গঠিত ছিল|পরে শ্রী ননীমোহন বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী শ্রীমতি প্রভাবতী দেবী এই মন্দিরের নির্মান করেন|

আরো পড়ুন-পশ্চিমবঙ্গ থেকে আসা প্রাথমিক শিক্ষা প্রাপ্ত ব্যক্তি কেরালায় শত শত চিকিৎসা করেছেন

তাদের পরে, শ্রী ননীমোহন ব্যানার্জির ছেলে শ্রী রজত কান্তি ব্যানার্জি এবং পুত্রবধূ শ্রীমতি দীপ্তি ব্যানার্জী মন্দিরের দেখাশোনা করেন| বর্তমানে শ্রী অরুণাভ ব্যানার্জী মন্দিরের দেখভাল করছেন|মধ্য কলকাতার এই মন্দিরের দর্শন করে আসুন আর আমাদের অবশ্যই জানান আপনাদের অভিজ্ঞতা|

আরো পড়ুন-রাত নামলেই রহস্যজনক ঘটনা হয় হাই কোর্টের ১১ নম্বর ঘরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *