জলে থাকে শিব, উপচে পড়ছে ভক্তদের ভিড়

নিউজ ডেস্ক: প্রতিবছর শিবরাত্রে ও চৈত্র মাসে এখানে পুজো দিতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন পূণ্যার্থীরা। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার জলেশ্বরে রয়েছে এই মন্দির । শিব অর্থাৎ মহাদেব জলে সারা বছর অধিষ্ঠান করেন বলে এই তীর্থস্থানের নাম জলেশ্বর হয়েছে। কথায় আছে প্রায় সাড়ে আটশ বছর আগে স্থানীয় মানুষ গড়ে তুলেছিলেন শিবমন্দির।

আরও পড়ুন-এ এক আজব কান্ড, তলোয়ার নিয়ে মাছ বাজারে হাজির এক ব্যাক্তি,ঘটনায় গুরুতর জখম মাছ ব্যবসায়ী

বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর অত্যাচারে একের পর এক মন্দির ধ্বংস হচ্ছিল তখন গাইঘাটার এই জলেশ্বর মন্দিরের সন্ন্যাসীরা জলের নিচে লুকিয়ে রাখেন শিবলিঙ্গ। চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে সোমবার শিবপুকুরে জলের নিচ থেকে সন্ন্যাসীরা মূর্তি তুলে আনেন। তিন সন্ন্যাসী ও আরো বেশ কিছু মানুষ পুজোপাঠের পর হালিশহরে যান।

আরও পড়ুন-সিবিআইয়ের দেওয়া সময়ের দুই ঘণ্টা পরে নিজাম প্যালেসে পৌঁছলেন শান্তিপ্রসাদ সিনহা

পরদিন গঙ্গায় রামপ্রসাদের ঘাটে স্নান সেরে ফিরে আসেন জলেশ্বর মন্দিরে। চৈত্র মাসের ৩০ তারিখ পর্যন্ত পুজো হয়। বৈশাখ মাসের প্রথম দিনে কিছু নিয়মকানুন মেনে আবার সন্ন্যাসীরা মহেশ্বরকে শিবপুকুরের জলে রেখে আসেন। মন্দির কমিটির সম্পাদক সহদেব চক্রবর্তী এই বিষয়ে বলেন, ‘প্রতিবছর লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এখানে, সাত দিনের মেলা বসে। মন্দিরের পাশেই রয়েছে শিবপুকুর। বছরভর পুকুরে জলের নীচে রাখা থাকে বিগ্রহটি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *