মা লক্ষ্মীর ছবি কেনার আগে এই চিহ্নগুলো দেখে কিনুন; নয়তো ঘটবে বিপদ!

নিউজ ডেস্ক: হিন্দু ধর্মে মা লক্ষ্মী ঐশ্বর্যের দেবী হিসাবে পূজিতা হন। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সংসারের ওপর বজায় থাকলে, ধন সম্পদ বৃদ্ধি পায়, আসে সুখ ও সমৃদ্ধি। সাধারণত হিন্দুদের মতে বৃহস্পতিবার দিনটিকে লক্ষ্মীবার হিসেবে গণ্য করা হয়।

প্রতি সপ্তাহে এই দিন বাঙালি বধূরা বাড়িতে লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন।

 

মোটামুটি বাঙালি সব বাড়িতেই লক্ষ্মী দেবীর ছবি থাকে। তবে জানেন কি বিশেষ কিছু সংকেত দেখে যদি মা লক্ষ্মীর ছবি কেনা হয়, তাহলে সংসারে সুখ, শান্তি এবং আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পায়।

অনেক বাড়িতে লক্ষ্মী দেবীর মূর্তি পূজা করারও চল আছে। তবে বেশীর ভাগ বাড়িতেই মা লক্ষ্মীর ছবি আসনে বসিয়ে পূজো করা হয়।

বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর মূর্তি কিংবা ছবির সামনে একনিষ্ঠ ভাবে মা লক্ষ্মীকে স্মরণ করা হলে, ভক্তের ওপর প্রসন্ন হয়ে তাঁকে আশীর্বাদ করেন দেবী।

 

প্রতি বৃহস্পতিবার সযত্নে ঠাকুরের আসন পরিষ্কার করে, এতে নতুন কাপড় পেতে মা লক্ষ্মীকে সুন্দর করে ফুল-চন্দনে সাজিয়ে বসান। এরপর শঙ্খ এবং উলু জোগাড়ে মঙ্গলঘট বসিয়ে, ভক্তিভরে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন। একনিষ্ঠ ভাবে ডাকলে মা লক্ষ্মী নিশ্চয় আপনার ডাকে সাড়া দেবেন।

এবারে জেনে নেওয়া যাক কি বিশেষ চিহ্ন দেখলে আপনি মা লক্ষ্মীর ছবি কিনবেন না।

খেয়াল করেছেন নিশ্চয় মা লক্ষ্মীর বাহন হল পেঁচা। তবে এটা জানেন কি ছবিতে মা লক্ষ্মীর সঙ্গে পেঁচার সঠিক অবস্থানের ওপর নির্ভর করছে আপনার পরিবারের সুখ এবং শান্তি? কি করে বুঝবেন লক্ষ্মীর বাহনের সঠিক অবস্থান কি?

যেই ছবিতে দেখবেন মা লক্ষ্মী পেঁচার উপরে অবস্থান করছেন ভুলেও সেই ছবি কিনবেন না।

এই ধরনের ছবি রাখলে কিন্তু আপনার সংসারে নেমে আসবে আর্থিক বিপর্যয়।

দ্বিতীয়ত খেয়াল রাখবেন, যেই ছবিতে মা লক্ষ্মী সর্বদা দাঁড়িয়ে আছেন সেই ছবিও ঘরে রাখা ঠিক নয়, এতে সংসারের অমঙ্গল হতে পারে।

সর্বদা এমন ছবি কিনবেন যাতে মা লক্ষ্মী যেখানে পদ্মফুলের উপর অধিষ্ঠিত আছেন। এইরকম ছবিতে মা লক্ষ্মীকে আরাধনা করলে দেবীর আশীর্বাদে আপনার সংসারে সর্বদা বিরাজ করবে সুখ, শান্তি এবং আর্থিক স্বচ্ছলতা।ভক্তিভরে ডাকলে মা কখন তাঁর ভক্তকে নিরাস করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *