ভিক্ষুক দিলেন করোনা ত্রানে ১ লক্ষ

নিউজ ডেস্ক:  নাম পুলপানদিয়ান। বয়স ৭০-এর কাছাকাছি। তামিলনাড়ুতে মন্দিরের সামনে বসে প্রতিদিনই ভিক্ষা করেন এই ব্যক্তি। ভিক্ষা করেই চলে তাঁর জীবন। নিজের কাজের জন্য এই  ভিক্ষুকই এখন খবরের শিরোনামে। কী করেছেন পুলপানদিয়ান! হতদরিদ্র এই ভিক্ষুক তাঁর ভিক্ষা করে জমানো টাকা থেকে ১ লক্ষ টাকা দান করলেন করোনা ত্রাণ তহবিলে।

এই মুহূর্তে গোটা দেশ করোনার বিরুদ্ধে লড়াই করছে। চিকিৎসার জন্য প্রয়োজন টাকার। সরকারের তরফ থেকে আম জনতার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। সরকারের সেই আবেদনে সাড়া দিয়ে বহু গণ্যমান্য ব্যক্তি টাকা দান করেছেন। দান করেছেন বলিউড তারকারাও। সেই তালিকায় এবার নাম উঠল এই ভিক্ষুকের। প্রথম দফায় তিনি তামিলনাড়ু সরকারকে করোনার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দান করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত রোগের প্রকোপ কমেনি। বরং বেড়েই চলেছে। স্বাভাবিকভাবে সরকারের প্রয়োজন অর্থের। সে কথা জানতে পারার পর দ্বিতীয় দফায় তিনি সরকারকে আরও ৯০ হাজার টাকা দান করলেন।

এ ব্যাপারে সংবাদমাধ্যম পুলপানদিয়ানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি তো মানুষের দয়াতেই বেঁচে থাকি। মানুষের দানেই আমার পেট চলে। আজ দেশ এক খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ চরম কষ্টের মধ্যে রয়েছেন। তাই আমি মানুষের পাশে থাকতে চাই। মানুষের পাশে থাকার ইচ্ছা থেকেই তাঁর জীবনের জমানো সব সঞ্চয়টাই তুলে দিয়েছেন সরকারের ত্রাণ তহবিলে। পুলপানদিয়ানের এই দানের খবর প্রকাশ্যে আসতেই সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি যাতে তার বাকি জীবনটা ভালো ভাবে কাটাতে পারেন সে জন্য অনেকেই তাঁকে আর্থিক সাহায্য করার ব্যাপারে এগিয়ে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *