১০ই মে-র পর সাদা পোশাকেও কোন ভারতীয় সেনাকে ঢুকতে দেওয়া হবে না:হুঁঙ্কার মলদ্বীপের প্রেসিডেন্টর

১০ মার্চের পর কোনও ভারতীয় সেনাকে ঢুকতে দেওয়া হবে না। এমনকী, সাদা পোশাকেও কাউকে ঢুকতে দেওয়া হবে না ১০ মে-র পর থেকে।এমনটাই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু|

আরো পড়ুন-নাম না করে কাকে ‘তালপাতার সেনাপতি’ বলে কটাক্ষ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

উল্লেখ্য,এবার থেকে মলদ্বীপকে নিখরচায় সামরিক সাহায্য করবে চিন। চিনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মলদ্বীপ।আর এরপরই মলদ্বীপের প্রেসিডেন্ট হুঁঙ্কার ছেড়ে বলেন,”১০ মে-র পর কোনও ভারতীয় সেনা আমাদের দেশে আসবে না। ইউনিফর্মেও না, সাদা পোশাকেও না। কোনও পোশাকেই ভারতীয় সেনা আর আমাদের দেশে থাকবে না। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি।”

আরো পড়ুন-সপ্তাহের প্রথম কাজের দিনে কোন কোন জেলায় বৃষ্টি হবে জেনেনিন…

প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু দাবি করেন, ভারতীয় সেনাদের মলদ্বীপ থেকে তাড়ানোর সাফল্য নিয়ে ভুয়ো খবর রটানো হচ্ছে।প্রসঙ্গত,প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার দিনই মহম্মদ মুইজ্জু মলদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের কথা বলেছিলেন।মলদ্বীপ সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল যে ১০ মার্চের মধ্যে ভারতীয় সেনার প্রথম বাহিনীকে ফিরে যেতে হবে। আগামী ১০ মে-র মধ্যে সেনা প্রত্য়াহার সম্পূর্ণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *