আসন্ন পুর নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ বালুরঘাটে

টিকিট না পাওয়ায় তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর ঝুমুর বিশ্বাস ৯ নম্বর ওয়ার্ডে নির্দল হিসাবে ভোটে দাঁড়ান। এমনকি তিনি মনোনয়ন প্রত্যাহার‌ও করেননি। মনোনয়ন প্রত্যাহার না করলেও এদিন তিনি তৃণমূল প্রার্থীর প্রচার করবেন। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পুর নির্বাচনে জেলার দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর মন্ত্রী শশী পাঁজা।

আরো পড়ুন-রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকে আলিপুরদুয়ারে শুরু “বাংলা মোদের গর্ব” নামক মেলা

পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা মত তৃণমূল থেকে দাঁড়ানো কোন নির্দল প্রার্থী ভোটে লড়লে তাকে দলে স্থান দেওয়া হবে না। আর এর‌ই প্রতিফলন ঘটলো বালুরঘাটে। বালুরঘাটের তৃণমূলের টিকিট না পেয়ে দুটি ওয়ার্ডের নিরদল প্রার্থী দাঁড়িয়েছিল ৯ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডে। ৭ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী আগেই তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। ৯ নম্বর ওয়ার্ডের ঝুমুর বিশ্বাসকে বুধবার পার্টি অফিসে নিয়ে এসে তার প্রার্থী পদে না লড়ার কথা ঘোষনা করান শশী পাঁজা।

আরো পড়ুন-জলপাইগুড়ি শহরের এক প্রাথমিক বিদ্যালয় থেকে উদ্ধার হল বিশালাকৃতির গোখরো সাপ

ঝুমুর বিশ্বাস লিখিত দিয়েছেন তিনি পার্টির হয়ে কাজ করতে চান, তিনি নিজের প্রচার করবেন না, তৃনমূল প্রার্থীর প্রচার করবেন। অবশ্য ঝুমুর বিশ্বাস তার নিজের বক্তব্য না বলে লিখিত আকারে একটি বক্তব্য পাঠ করে শোনান। যদিও এ বিষয়ে প্রশ্ন উঠেছে, তিনি যদি তৃণমূলের হয়ে প্রচার করেন তবে প্রার্থীপদ প্রত্যাহার করলেন না কেন? তবে কি চাপে পড়ে তিনি তৃণমূলের হয়ে প্রচার করবেন বলে জানালেন, এ প্রশ্নের উত্তরে নির্দল প্রার্থী ঝুমুর বিশ্বাস জানান, কোনো চাপে পড়ে নয়, স্বেচ্ছায় তিনি তৃণমূল প্রার্থী হয়ে প্রচার করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *