মঙ্গলবার পিসি-ভাইপোর কেন্দ্রে জোড়া সভা অমিত শাহর

নিজস্ব প্রতিনিধি : দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার। শেষ দিন গেরুয়া শিবিরের হয়ে প্রচারের ঝড় তুলতে ফের বাংলায় আসছেন বিজেপি নেতা অমিত শাহ। মঙ্গলবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র নন্দীগ্রামে এবং তাঁর ভাইপো তথা যুব তৃণমূল সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ডহারবারের সভা করবেন। এই সভা ঘিরে সাজসাজ রব দুই কেন্দ্রেই।

বিজেপির দেওয়া শাহর সফরসূচি থেকে জানা গিয়েছে, মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৩টি রোড-শো করবেন প্রাক্তন বিজেপি সভাপতি। পরে তিনি সভা করবেন ডায়মন্ডহারবারে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় দ্বিতীয় দফায় ভোট শুরু হয়ে হলেও ডায়মন্ডহারবার আসনে ভোট হবে তৃতীয় দফায় ৬ এপ্রিল। নন্দীগ্রামে শাহর রোড শো দুপুর ১২টায়। সেখান থেকে তিনি যাবেন পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। সেখানে দুপুর দেড়টায় তাঁর রোড-শো শুরু হবে। বিকেল ৩টার সময় পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকায় শেষ রোড-শোটি করে অমিত যাবেন ডায়মন্ডহারবারে। সেখানে তাঁর সভা শুরু হবে বিকেলে সাড়ে ৪টায়।

দ্বিতীয় দফায় রাজ্যের চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ করা হবে। তবে দ্বিতীয় দফায় সবার নজর থাকবে ‘হট সিট’ নন্দীগ্রামে। এই আসনে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক সময় তাঁর ডান হাত বলে পরিচিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে শুভেন্দু বিজেপি শিবিরে। নন্দীগ্রামের ভেট পরিচালনা করতে রবিবার থেকেই নন্দীগ্রামে ঘাঁটি গেড়েছেন মমতা।

তৃণমূল নেত্রী জানিয়েছেন, দ্বিতীয় দফার ভোট পর্যন্ত তিনি নন্দীগ্রামেই থাকবেন। সুতরাং, অমিত যখন নন্দীগ্রামে রোড-শো করবেন সে সময় নন্দীগ্রামেই থাকবেন মমতা। কাজেই মঙ্গলবার নন্দীগ্রামে শাহ কী বলেন, সে দিয়ে এখন গোটা দেশের নজর থাকবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পূর্ব মেদিনীপুরে সভা করেছেন। মোদি কাঁথি শহরে সভা করলেও তার মূল ছিল লক্ষ্য ছিল নন্দীগ্রাম জয়। বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ নন্দীগ্রামের তেখালিতে সভা করে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *