তৃণমূল শিবিরে হয়ে গেল বড়সড় রদবদল

নিউজ ডেস্ক: তৃণমূল শিবিরে হয়ে গেল বড়সড় রদবদল। এতবড় রদবদল তৃণমূলের ইতিহাসে নেই বলেই জানা যাচ্ছে। আজ ঘাসফুল শিবিরে সকল থেকেই ছিল আশা-আশঙ্কার দিন !

অনেকদিন ধরেই কাটমানি, রেশন দুর্নীতি তার ওপর আবার আমফান বিধ্বস্ত এলাকায় ত্রাণ দুর্নীতি, সব মিলিয়ে একের পর এক অভিযোগে বিদ্ধস্ত হয়ে উঠেছিল তৃণমূল শিবির ও শীর্ষ নেতারা। সমস্যা হল এইগুলোকেই হাতিয়ার করে ‘২১এর রণকৌশল নির্ধারণ করতে মরিয়া বিজেপি শিবির। তবে বিজেপির প্রচার মাঠে মারার জন্য এক ধাপ এগিয়ে তৃণমূলনেত্রী। এবার তৃণমূলের ইতিহাসে হয়ে গেল সেই বড় রদবদল । একুশের মঞ্চ থেকে নেত্রী ঘোষণা করেছিলেন, আগামী বৃহস্পতিবার বিশেষ সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। তিনি বলেছিলেন, “আমি চিরদিনই থাকব না। কিন্তু তৃণমূলের কর্মীদের আমি তৈরি করে দিয়ে যেতে চাই।…আমার ছাত্র যৌবন এগিয়ে আসুন। স্বপ্নের ভোর নিয়ে আসুন।” আজ তারই প্রতিফলন ঘটল বলা যায়। তবে এর পেছনে পিকের দাওয়াই কতটা আছে সেটার উত্তর সময় দেবে।

দেখে নেওয়া যাক এক ঝলকে কি কি পরিবর্তন হল আজকের সাংগঠনিক বৈঠকে :
তৈরী হয়েছে ৭জনের কোর কমিটি। সেখানে থাকছেন সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, গৌতম দেব। রাজীব বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের রাজ্য কমিটির কোঅর্ডিনেটর করা হয়েছে ।

উপরাষ্ট্রপতি পদে রইলেন সোহম চক্রবর্তী,শান্তনু ব্যানার্জী,দেবনাথ হাঁসদা,সুপ্রকাশ গিরি ও অর্পণ সাহা।

তৃণমূল সচিবের পদে রইলেন অরুনাভ গুহ,জেপি কানোরিয়া,গোবিন্দ সাহা,কৈলাশ মিশ্র,শ্রীমন্ত রায়,বিশ্বজিৎ মন্ডল,নিরুপম রায়।

রাজ্য তৃণমূল যুব কমিটিতে সচিবের ভূমিকা পালন করবেন পূজা পাঁজা,যিনি নারী ও শিশু কল্যাণ মন্রী শশী পাঁজার কন্যা। এছাড়া রয়েছেন অভিজিৎ কর্মকার,অভিক মজুমদার,সায়নদেব চট্টোপাধ্যায়,সৌরভ বসু, চন্দ্রনাথ সাহানা,সাগ্নিক দাস।

অরূপ রায়কে সরিয়ে দায়িত্বে এবার লক্ষ্মীরতন, রাজ্য কমিটিতে এলেন ছত্রধর। হাওড়া শহরে তৃণমূল সভাপতি পদে এলেন লক্ষ্মীরতন শুক্ল। অরূপ রায়কে সরিয়ে নতুন দায়িত্বে রইলেন লক্ষ্মীরতন। নদিয়ার তৃণমূল সভাপতি হলেন মহুয়া মৈত্র। কোচবিহারের তৃণমূল সভাপতি হলেন পার্থপ্রতিম রায়। দঃ দিনাজপুরের সভাপতির পদ থেকে অপসারিত হলেন অর্পিতা ঘোষ।

বাঁকুড়ার তৃণমূল জেলা সভাপতি হলেন শ্যামল সাঁতরা। ঝাড়গ্রামে তৃণমূল জেলা সভাপতি দুলাল মুর্মু। পুরুলিয়ায় তৃণমূল জেলা সভাপতি পদে এলেন গুরুপদ টুডু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *