জঙ্গলী বিড়াল বাঁচাতে সাধারণ মানুষকে এগিয়ে আসার বার্তা

নিউজ ডেস্ক: বন্যপ্রাণীকে বাঁচাতে এবং তাদের আবাসস্থল রক্ষার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার বার্তা দিলেন উত্তরবঙ্গ বন্য প্রাণী উদ্যান দপ্তরের আধিকারিক বিমল দেবনাথ। এপ্রসঙ্গে তিনি তুলে ধরেছেন জংগল সাফারিতে থাকা জংলী বেড়ালের কথা।

জঙ্গলী বিড়াল অথবা ফেলিস চাউস একটি মাঝারি আকারের ধূসর, লম্বা বিড়াল। জঙ্গলের বিড়াল গৃহপালিত বিড়ালের চেয়ে কালো। সাধারণত এই একাকী প্রকৃতিরহয়। তাদের বাসস্থান সাধারণত গাছের গর্ত, যথেষ্ট পরিমাণে জলযুক্ত স্থান, ঘন গাছপালায় নাক এবং লম্বা ঘাসের সমন্বয়ে গঠিত। ভারতীয় উপমহাদেশ, মধ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়া, শ্রীলঙ্কা, মধ্য প্রাচ্যের কিছু অংষে এদে বেশী দেখা যায়। এশিয়াতে একে জঙ্গলী বিড়াল এবং আফ্রিকাতে এটি সাধারণত ‘রিড ক্যাট’ বা ‘স্বামী ক্যাট’ নামে পরিচিত।

দিন দিন তারা প্রায় হারিয়েই যাচ্ছে। তার একমাত্র কারন তাদের বাসস্থানের ক্ষতি। তাদের বাসস্থান নষ্ট হওয়ার মূলে রয়েছে জলাভূমি ধ্বংস, বাঁধ নির্মাণ, পরিবেশ দূষণ, শিল্পায়ন এবং নগরায়ন।তাই তাদের বাঁচাতেএবং তাদের আবাসস্থল রক্ষার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার বার্তা দিলেন উত্তরবঙ্গ বন্য প্রাণী উদ্যান দপ্তরের আধিকারিক বিমল দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *