ঘরে বসে ৫০০ টাকা খরচ করে করোনা পরীক্ষা, জানুন কিভাবে

নিউজ ডেস্ক: করোনা পরীক্ষার জন্য যেতে হবে না বাড়ির বাইরে। অনেকেই ভাবছেন, তাহলে হয়ত ঘরে বসে করোনা পরীক্ষা করতে গেলে অনেক খরচ হবে। না আদৌ তা নয়, ঘরে বসেই করোনা পরীক্ষা করা যাবে তবে এর জন্য খরচ হবে মাত্র ৫০০ টাকা। সৌভিক মাইতি ও দেবজ্যোতি চক্রবর্তী নামে দুই বাঙালি যুবক গবেষণার মাধ্যমে আবিষ্কার করেছেন ফেলুদা পেপার স্ট্রিপ। এই স্ট্রিপ কয়েক মিনিটের মধ্যেই জানিয়ে দেবে কোন ব্যক্তি করোনা আক্রান্ত কিনা।

দিন দশেকের মধ্যেই এই কিট বাজারে আসবে। তবে প্রথমে এই কিট পাবেন দিল্লির বাসিন্দারা। পরবর্তী ক্ষেত্রে তা দেশের অন্যান্য শহরেও সরবরাহ করা হবে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাষ্ট্রিয়াল রিসার্চের জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি বিভাগে কর্মরত সৌভিক এবং দেবজ্যোতি। মাস কয়েক আগেই তারা এই পেপার স্ট্রিপ তৈরি করেন। দেবজ্যোতি জানিয়েছিলেন, তাঁদের আবিষ্কৃত অস্ত্রের মূল নাম হল এফএনসিএএস-৯ এডিটর লিংকড ইউনিফর্ম ডিটেকশন অ্যাসে। সংক্ষেপে বলা যায় ফেলুদা। তাছাড়া ফেলুদা হল তাঁর সবচেয়ে প্রিয় চরিত্র। এই কারণেই সে নিজের আবিষ্কৃত কিটের এই নামকরণ করেছে ফেলুদার নামে।

বর্তমানে কোনও বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা করতে প্রায় হাজার চারেক টাকা লাগে। সেখানে ফেলুদা কিটে টেস্ট করতে লাগবে মাত্র ৫০০ টাকা। ১৯ সেপ্টেম্বর এই কিটকে সবুজ সংকেত দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এবার তা বাজারে আসতে চলেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই কিট অনেকটা প্রেগনেন্সি কিটের মতো দেখতে।  এই কিট ১০০ শতাংশ নিখুঁতভাবে কাজ করে। ফলে ঘরে বসে করোনা পরীক্ষা এবার একেবারে সহজ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *