কিভাবে শাহজাহানের ভাই সিরাজ হয়ে উঠল ‘হাতুড়ে ডাক্তার’ থেকে জমি ‘লুটেরা’?

গত ৫১ দিন ধরে ফেরার সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। তারই মাঝে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে শাহজাহানের ভাই সিরাজের দিকে। তাঁর বিরুদ্ধেও উঠেছে জমি দখলের অভিযোগ।রকেটের গতিতে উত্থান হয়েছে শেখ সিরাজ উদ্দিনের । এলাকায় ‘সিরাজ ডাক্তার’ বলেই সে পরিচিত ।

আরো পড়ুন-১ জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি

উল্লেখ্য, ডাক্তারির কোনও ডিগ্রি নেই এই ‘সিরাজ ডাক্তারের । হাতুড়ে চিকিৎসক ছিলেন সিরাজউদ্দিন। স্থানীয়রা তাঁর কাছে চিকিৎসাও করাতেন বলে জানা যাচ্ছে। তবে গত কয়েক বছর সেভাবে চিকিৎসা করতেন না। গ্রামবাসীদের অভিযোগ, বিঘার পর বিঘা জমি দখল করতেন তিনি। ভেড়ি বানিয়ে তা বিক্রিও করে দিতেন সিরাজ। কারও কারও দোকানঘরও হাতিয়ে নিয়েছিলেন সিরাজউদ্দিন।

আরো পড়ুন-আধার ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করল তৃণমূল!

পুলিশের অভিযোগ সংগ্রহের ক্যাম্পেও নাকি সিরাজের বিরুদ্ধে নালিশ জমা পড়েছে। একসময় অঞ্চল সভাপতি পদে ছিলেন শেখ সিরাজউদ্দিন।সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর দাবি ,তা অবশ্য  ‘অনেক আগে’। শুক্রবারই সিরাজের জায়গায় দায়িত্ব দেওয়া  অজিত মাইতির বাড়িতে চড়াও হন গ্রামবাসীরা। তাঁকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। জুতোও ছোড়া হয় বলেও অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *