পুরোহিত ভাতার দাবীতে সরব চাঁচলের পুরোহিতরা; প্রশাসনের দ্বারস্থ হলেন তারা

মালদা, ১৪ জুনঃ ইমাম-মোয়াজ্জিনরা সরকারি ভাতা পেলেও এখনও সেই সুবিধে থেকে অধরা পুরোহিতরা ৷ এই নিয়ে ক্ষোভ জমছে তাঁদের মধ্যে৷ অনেকেই জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর নির্বাচনী  প্রতিশ্রুতিতে পুরোহিতদের ভাতা ঘোষণা করেছিলেন ৷ ভোট মিটে গিয়েছে, প্রতিশ্রুতির বাজনাও মিলিয়ে গিয়েছে৷

লকডাউন পরিস্থিতিতে কাজ নেই পুরোহিতদের৷ তাঁদের অনেকে আইসক্রিম কিংবা ঝালমুড়ি বিক্রি করতে বাধ্য হচ্ছেন৷ পেট তো চালাতে হবে! এই অবস্থায় চাঁচল ১ নম্বর ব্লকের পুরোহিতরা দ্রুত ভাতার আবেদন জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে৷ খুব দ্রুত তাঁদের ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন চাঁচলের বিধায়ক৷

চাঁচলের পুরোহিত অচিন্ত্য মিশ্র পাহাড়পুর দুর্গামন্দিরের নিত্যপূজারি৷ তিনিও সরকারের কাছে ভাতার আবেদন জানিয়েছিলেন, কিন্তু পাননি৷ কবে পাবেন, তাও জানেন না৷

তিনি বলেন, “প্রায় ১১ মাস আগে ব্লক অফিসেসরকারি ফর্ম জমা করে ভাতার আবেদন জানিয়েছিলাম৷ আমরা মধ্যবিত্ত পরিবার৷ পূজার্চনা করেই দিন কাটাই৷ ভোটের আগে খোদ মুখ্যমন্ত্রী প্রতিটি সভায় বলেছিলেন, তিনি পুরোহিতদের ভাতার ব্যবস্থা করে দিয়েছেন৷ কিন্তু আমরা এখনও সেই ভাতা পাইনি৷ কবে পাব জানি না৷ মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে আবেদন জানাচ্ছি, কোভিড পরিস্থিতিতে সংসার চালানোর জন্য তিনি যেন আমাদের ভাতার ব্যবস্থা করে দেন৷ এখন পুজোপার্বণ সব বন্ধ৷ বিয়ে কিংবা অন্যান্য অনুষ্ঠানও হচ্ছে না৷ আমরা সংসার চালাতে পারছি না৷”

যদিও চাঁচলের ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য্য জানিয়েছেন, পুরোহিত ভাতার আবেদন পত্র আমরা পেয়েছি, আবেদনপত্রগুলো আমরা জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছি। আমরা এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছি, বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *