‘রাজনৈতিক আলোচনা করবেন না’:পঞ্চায়েত নির্বাচনের আবহে এমন পোষ্টার চায়ের দোকানে

ভোট মানেই সকাল-সন্ধ্যা রাজনৈতিক আলোচনায় গমগম করে চায়ের দোকান। একে বাইরে ৪২ ডিগ্রি, তার সঙ্গে আলোচনা কখন বাগবিতন্ডায় গড়িয়ে যায় সেই আশঙ্কায় দোকানে পোস্টার সাঁটিয়েছেন বৃদ্ধ দম্পতি। তাঁদের আর্জি, দোকানে রাজনৈতিক আলোচনা করবেন না।

আরো পড়ুন-তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতির উপর বন্দুক নিয়ে হামলা!বন্দুক থেকে গুলি না বেরোনোয় প্রানে রক্ষা

বর্ধমান ২ ব্লকের পুরাতন বাস স্ট্যান্ডে প্রায় ৪৩ বছর ধরে দোকান চালাচ্ছেন ওই দম্পতি। সত্তরোর্ধ্ব দুর্জয় মণ্ডল ও ষাটোর্ধ্ব ভারতী মণ্ডলের দাবি, বিধানসভা নির্বাচনের আগেও একই ধরনের পোস্টার সাঁটিয়েছিলেন তাঁরা। দম্পতি জানান, তাঁদের চায়ের দোকানে সকাল থেকেই বহু লোক আসেন। বিভিন্ন বয়সের মানুষের কথার ফাঁকে রাজনৈতিক আলোচনাও চলে। কথা বাড়তে বাড়তে মতভেদ দেখা দিলেই প্রমাদ গোনেন ওই দম্পতি। বিশেষত পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব মেটার পরে চায়ের আড্ডার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে রাজনীতি। বন্ধুরাও ভাগ হয়ে যাচ্ছেন বিভিন্ন শিবিরে। এতেই সিঁদুরে মেঘ দেখেছেন তাঁরা।

আরো পড়ুন-একটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে তৃণমূলের দুজন !বনগাঁয় প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

দুর্জয় বলেন, আমাদের একটাই ছেলে। সে প্রতিবন্ধী। ভোর থেকে রাত পর্যন্ত দু’জন মিলে সংসার যুদ্ধে ব্যস্ত থাকি। সংসার চলে দোকানকে ঘিরেই। রাজনৈতিক আলোচনা থেকে দোকানের শান্তি নষ্ট হোক, এটা চাই না। খরিদ্দার আসা কমলে আমরাই মুশকিলে পড়ব। সেই কারণেই পোস্টার দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *