অক্সিমিটার,মাস্ক,থার্মোমিটার সহ একাধিক সামগ্রী প্রদান করা হল পুরোহিত ও ইমাম-মুয়াজ্জিনদের

করোনা অতিমারিতে সর্বধর্ম সমন্বয়ে বাঁচার অঙ্গীকার আর সেটাই অবিলম্বন করে বসিরহাট মহকুমার নাগরিক মঞ্চের পক্ষ থেকে বসিরহাট শহরের একাধিক ক্লাব, হিন্দু ব্রাহ্মণ ট্রাস্ট ও বসিরহাটের ইমাম-মুয়াজ্জিনদের পাল্স অক্সিমিটার, মাস্ক, থার্মোমিটার ও স্যানিটাইজার সহ একাধিক উপকরণ তুলে দেওয়া হলো…লক্ষ্য একটাই করোনাকে মোকাবিলা করা।

সেই মঞ্চ থেকেই সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করলো বসিরহাট নাগরিক মঞ্চ। বসিরহাট দক্ষিণের বিধায়কের উপস্থিতিতে ও সমাজসেবী কৌশিক দত্তের তত্ত্বাবধানে প্রায় শতাধিক ইমাম, মুয়াজ্জিনদের ও ব্রাহ্মণদের হাতে করোনা সামগ্রী তুলে দেওয়া হল।লকডাউনের জেরে বন্ধ রয়েছে একাধিক মন্দির ও মসজিদ।

বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তসি ব্যানার্জি বলেন, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে নাগরিক মঞ্চের যৌথ প্রয়াসে মানুষের সেবায় সকলকে এগিয়ে আসতে হবে, আগে মানুষ সেবা পরে রাজনীতি। আমি ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিলাম মানুষের পাশে থেকে কাজ করব, তাই জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সকলের জন্য কাজ করতে চাই মানুষের পাশে থেকে।

সংখ্যালঘু ছেলের মুয়াজ্জিনদের প্রতিনিধি বাকীবিল্লাহ মন্ডল বলেন,এই অতিমহামারীরকালে আমাদের বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তসী ব্যানার্জি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এতে আমরা ভীষণ উপকৃত হব এই মহামারী সময় প্রয়োজনীয় জিনিসগুলি যেমন থার্মোমিটার অক্সিমিটার এই ধরনের বিভিন্ন সামগ্রী আমাদের হাতে তুলে দেয়ায় আমরা ভীষণ উপকৃত হয়েছি জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে এইভাবে মানুষের সেবায় কাজ করে যাওয়ার ইচ্ছা আমাদের বরাবর, তাই আমরা মানুষের পাশে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *