মহেশতলা বিধানসভা এলাকায় ইভিএমে বিজেপি প্রার্থীর বোতামের জায়গায় লিউকোপ্লাস্ট

নিউজ ডেস্ক: শুধু উত্তরবঙ্গ নয় ভোট চতুর্থীতে দক্ষিণ ২৪ পরগনাও অশান্তির হাত থেকে রেহাই পেল না । বিক্ষিপ্ত অশান্তির খবর বজবজ ও মহেশতলা বিধানসভা এলাকায় বেশ বিরক্তির কারণ তো বটেই। ভোট চলাকালীন বজবজ বিধানসভার একটি বুথে ইভিএমে বিজেপি প্রার্থীর ছবি ও বোতামের জায়গায় লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়। এই ঘটনা সামনে আনে একটি পরিবার।

পদ্ম শিবিরের দাবি, ওই পরিবারের সকলে বজবজ বিধানসভার একটি বুথে ভোট দিতে গিয়েছিলেন। সেখানে তাদের নজরে আসে ইভিএমে বিজেপি প্রার্থীর নামের জায়গায় লিউকোপ্লাস্ট লাগানো রয়েছে। প্রিসাইডিং অফিসারকে অভিযোগ করেন তারা। তাঁদের উপর এরপর হামলা হয়েছে বলে অভিযোগ।

ওই পরিবার জানিয়েছে, বুথ ছেড়ে বেরোনোর পর একদল দুষ্কৃতী তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। তাঁদের গাড়িও ভাঙচুর করার খবর পাওয়া যাচ্ছে। আহত হন এক সদস্য। ওই পরিবার তৃণমূলের দিকে আঙুল তুলেছেন।

প্রসঙ্গত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে এই বিধানসভা কেন্দ্রেরই ১৪১ নম্বর বুথে এক শিশুকে মারধরের অভিযোগ ওঠে । চিকিৎসার জন্য ওই শিশুকে তখন খড়িবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে গিয়ে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য মহেশতলা বিধানসভা কেন্দ্রের ২২৬ নম্বর বুথে এক ভোটকর্মীর বিরুদ্ধে বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। এক প্রৌঢ়া অভিযোগ করেন, তিনি যখন ভোট দিতে ঢোকেন, সেই সময় এক ভোটকর্মী তাঁকে বিজেপি প্রার্থীর নামের আগে বোতাম টিপতে বলেন।না বুঝে তিনি বোতামও টিপে দেন। তিনি বাইরে বেরিয়ে জানাতেই স্থানীয়রা ক্ষোভ উগরে দেন। ওই ভোটকর্মী যদিও বিষয়টি অস্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *