পোস্টার সাঁটিয়ে ৭ দিন পিড়াকাটা বাজার বনধের ডাক মাওবাদীদের

ফের মাওবাদি পোস্টার ঘিরে চাঞ্চল্য। এবার মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুরের পিরাকাটায়। এর আগে মাওবাদী পোস্টার পড়েছিল বাঁকুড়া ও ঝাড়গ্রামে। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের পিরাকাটায় লাল কালিতে লেখা মাওবাদী পোস্টার ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। মাওবাদী নেতা কিষেনজির মৃত্যুর প্রতিবাদে ৭ দিন পিরাকাটা বাজার বনধের ডাক দিয়েছে মাওবাদীরা।

আরো পড়ুন-৩ দিনের শিশুকে নিয়ে হাসপাতালে পরীক্ষা দিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী,অদম্য ইচ্ছা ও জেদকে কুর্নিশ

সাতসকালে এমন মাওবাদী নামাঙ্কিত পোস্টারে আতঙ্ক ছড়ায় এলাকায়। পোস্টারে লাল কালি দিয়ে লেখা রয়েছে “মাওবাদী নেতা কিষেনজির মৃত্যুর বদলা চাই। এবার খেলা হবে তৃণমূলের সাথে। আগামী ৭ দিন বন্ধ থাকবে পিরাকাটা বাজার।” পিড়াকাটা বাজারের যাত্রী প্রতিক্ষালয়ের দেওয়ালে কারা এই পোস্টার সাটিয়েছে তা খতিয়ে দেখছে শালবনি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *