বিদায় বেলা!চিরাচরিত প্রথা মেনে শুরু হলো টাকি পূবের বাড়ির ঠাকুর বরণ ও মায়ের বিসর্জন

চিরাচরিত প্রথা মেনে শুরু হলো টাকি পূবের বাড়ির ঠাকুর বরণ অর্থাৎ বিসর্জনের পথে রওনা হবে মা দূর্গা। শতাব্দীপ্রাচীন এই জমিদার বাড়ি দুর্গাপূজা আজও প্রথা মেনে দালানে পূজা হয়ে আসছে। টাকির বিসর্জন সুনাম কেরেছে করে রাজ্যস্তরে।

আরো পড়ুন-কয়লা, গরু,এসএসসি দুর্নীতির তদন্তকারী ৮ ইডি আধিকারিকের মেয়াদ বাড়ল

এই টাকির বিসর্জনে প্রথা মেনে প্রথম প্রতিমা নিরঞ্জনের পথে রওনা হয় এই পুবের বাড়ির দূর্গা প্রতিমা। পঞ্জিকার সময় সূচী অনুযায়ী সারে আটটার মধ্যের বিসর্জনের পূজা শেষ করে চলছে সিদুরখেলা। এরপর ২২ বেয়ারার কাধে চেপে টাকী রাজবাড়ী ঘাটে রওনা দিলো এই পূবের জমিদার বাড়ির প্রতিমা।

আরো পড়ুন-দশমীর ভোরে দ্রুত গতির বলি এক বাইক আরোহী

অন্যদিকে টাকীর ইছামতী নদীতে আঁটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ওপারে বাংলাদেশ, এপাড়ে ভারত, এই সীমান্তবর্তী এলাকার বিসর্জন দেখতে সকাল থেকেই লোকসমাগম হয় টাকীতে। আবার এক বছরের প্রতিক্ষায় মানুষ, জমিদার বাড়িতে মা এর বিসর্জনে বেজে উঠলো বিশাদের সুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *