পঞ্চায়েত উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যকে গুলি, সিসিটিভি ক্যামেরায় ছবি

নিউজ ডেস্ক: আগ্নেয়াস্ত্র সহ উপ-প্রধানের বাড়িতে ঢুকে উপপ্রধানকে প্রাণে মারার চেষ্টা। অন্য দিকে পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। সেই ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। এই জোড়া ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহার ২ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার তদন্তে, গোপালপুর যান পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সহ বিশাল পুলিশবাহিনী। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

বৃহস্পতিবার সকালে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুব্রত চাকদারের বাড়িতে আগ্নেয়াস্ত্রসহ ঢুকে তাকে প্রাণে মারার চেষ্টা করে একদল দুষ্কৃতী। প্রতিরোধ গড়ে কোন রকম বেঁচে যান উপপ্রধান। চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হয়ে খোকন দাস নামে একজন দুষ্কৃতিকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে পুন্ডিবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে এসে, উত্তেজিত জনতার হাত থেকে ওই দুষ্কৃতিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুব্রত চাকদারের অভিযোগ, বুধবার রাতেই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য কৃষ্ণ সরকারের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতি। সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে গুলি চালানোর ছবি। ঠিক পরদিন একদল দুষ্কৃতি এসে দিনের আলোয় পঞ্চায়েত উপপ্রধানকে প্রাণে মারার চেষ্টা কেন করা হল, তা বুঝে উঠতে পারছেন না তিনি। তবে, এই ঘটনার সঙ্গে কোন রাজনৈতিক যোগ নেই বলেই মনে করছেন উপপ্রধান সুব্রত চাকদার। পর পর দুদিন পঞ্চায়েত সদস্য এবং উপপ্রধানের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *