“আগে নিজে অগ্নিপরীক্ষা দিন”:ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ কুণালের

আজ সকালেই সুপ্রিম কোর্টে স্বস্তি পান তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়|বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে উপর অন্তবর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট|এখনি অভিষেককে ডাকতে পারবে না সিবিআই|তবে বেলা গড়াতেই দেখা গেল এক বেনজির ঘটনা|

আরো পড়ুন-হাঁসফাঁস গরমে দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার!ঘটনায় চাঞ্চল্য বর্ধমানের মেমারিতে

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্বেও সিবিআই আগামীকাল নিজাম প্যালেসে তলব করল অভিষেককে|আর সেই নিয়ে সরব হয়েছেন তৃণমূলের মুখপাত্র তথা সম্পাদক কুণাল ঘোষ|ফের তার গলায় শোনা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র সুর|

আরো পড়ুন-পাচারকারীদের পরিকল্পনা নস্যাৎ করল বিএসএফ!৪.৪৮ লক্ষ টাকা মূল্যের ট্যাপেনটাডল ওষুধ জব্দ

সাংবাদিক বৈঠক ডেকে এদিন কুণাল ঘোষ বলেন, “সিবিআই-এর এই নোটিসের সঙ্গে কোনও মামলার সম্পর্ক নেই।কোনও অভিযোগের সম্পর্ক নেই। শুধুমাত্র ১৩ এপ্রিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর উইশলিস্ট অনুযায়ী একটি রায় দিয়েছিলেন। তাঁর পরিপ্রেক্ষিতে সিবিআই একটি নোটিস ধরিয়ে দিয়েছে। যেহেতু সকালেই সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। তাই এর আইনি বৈধতা নেই বা মানার বাধ্যবাধকতা নেই।”তিনি আরো বলেন,”মাননীয় মিস্টার গাঙ্গুলি, বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা মানি, কোর্ট আছে বলে সমাজ দাঁড়িয়ে আছে। এতজন বিচারপতি নীরবে কাজ করে যাচ্ছেন। আর একজন চেয়ারকে মিস ইউস করে, ব্যক্তিগত প্রচারের স্বার্থে রাজনৈতিক বার্তা দিচ্ছেন….”বিচারপতি বলছেন মাথাকে ধরতে হবে। কংগ্রেস, সিপিএম, বিজেপিও তাই বলছে। তাহলে তাদের বিবৃতির যে মিল পাওয়া যাচ্ছে, তাঁকে কেন দালাল বলব না? আপনার ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার।বিজেপি, সিপিএম, কংগ্রেসের ভাষার সঙ্গে আপনার কথা কী ভাবে মিলে যাচ্ছে? যদি আপনি অন্যের পরীক্ষা নিতে চান, তাহলে আগে নিজে অগ্নিপরীক্ষা দিন। আপনার কথাটা বিকাশবাবু বলছেন না কি আপনাকে আপনার আইনের গুরুদেব বিকাশবাবুই এগুলো শিখিয়ে দিচ্ছেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *