ভবিষ্যতে নেতাদের পেছনে বিপুল নিরাপত্তা বন্ধ করে দেবে বিজেপি,দিলীপ ঘোষ

নিউজ ডেস্ক: রাজ্যে ৮ দফায় ভোট করার কথা ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। বেশী দফায় ভোট হলে সুবিধে হয় না, তবে অসুবিধে কম হবে। শনিবার বালুরঘাটে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তার জন্য বিজেপি রাজ্যে বরাবরই বেশী দফায় ভোট করার জন্য নির্বাচন কমিশনকে বলে আসছিলো। বিগত নির্বাচনগুলিতে হিংসার ঘটনা দেখেই নির্বাচন কমিশন বেশী দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন বলে এদিন মন্তব্য করেন দিলীপ ঘোষ। অসমে ১২৬ টি আসনে ৩ দফায় ভোট হলে, হিসেব মত এ রাজ্যেও এক এক দফায় ৩০ থেকে ৪০ টি আসনে ভোট করানোর সিদ্ধান্ত সঠিক বলেই এদিন দাবি করেন দিলীপ ঘোষ।

রাজ্যের সম্মানের কথা মাথায় রেখে ভবিষ্যতে এক দফায় ভোট করার পক্ষেই এদিন সওয়াল করেন দিলীপ ঘোষ। অন্যদিকে, সাধারণ মানুষকে নিরাপত্তা না দিয়ে নেতাদের বিপুল নিরাপত্তার বিরুদ্ধেও এদিন সওয়াল করেন বিজেপি রাজ্য সভাপতি। পশ্চিমবঙ্গ পুলিশের অর্ধেক জওয়ান নেতাদের সুরক্ষা দিতেই ব্যস্ত বলে এদিন কটাক্ষ করেন তিনি। ভবিষ্যতে নেতাদের পেছনে এই বিপুল নিরাপত্তা বিজেপি বন্ধ করে দেবে বলে এদিন দাবি করেন দিলীপ ঘোষ। অন্যদিকে, সরকারের আত্মবিশ্বাস এবং প্রশাসনের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে গিয়েছে বলেই রাজ্যের পুরসভাগুলিতে ভোট করা হয়নি বলেও এদিন রাজ্যকে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

নির্বাচন ঘোষণার পর একই ভাবে এদিন জনসংযোগ করেন দীলিপ ঘোষ। যদিও এদিন চা-চক্রের অনুষ্ঠান ছিল না। তবে সকালে প্রাতঃভ্রমনে বেরিয়ে চায়ের দোকানে যান এবং ভিড় জমে তা চা-চক্রে পরিণত হয়। এদিন সকালে বালুরঘাটের থানা মোড়ে চায়ের দোকানে বসেন দীলিপ ঘোষ। নির্বাচন ঘোষণার পর জনসংযোগ সেরে নেন সেখানেই। সাথে ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার, দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মন, বিজেপি বালুরঘাট শহর মন্ডল এর সভাপতি সুমন বর্মন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *