স্বামী স্ত্রী দুজনের অ্যাকাউন্টেই ঢুকছে লক্ষীর ভান্ডারের টাকা!

স্বামী স্ত্রী দুজনের অ্যাকাউন্টেই ঢুকছে লক্ষীর ভান্ডারের টাকা। শুনতে অবাক লাগলেও এরকমই এক ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গায়। পুরুষের অ্যাকাউন্টে যে লক্ষীর ভান্ডারের টাকা ঢুকছে, তা স্বীকারও করেছেন ওই ব্যাক্তি।

আরো পড়ুন-ফলহারিনি অমাবস্যার দিন অনেকটাই ভক্তশূন্য তারাপীঠ মন্দির

মাথাভাঙ্গা ১ নং ব্লকের ভেড়ভেড়ি মানাবাড়ি গ্রামের আব্দুল কাদের নামের এক ব্যাক্তির অ্যাকাউন্টে দীর্ঘ সাত মাস ধরে লক্ষীর ভান্ডার প্রকল্পের ১ হাজার টাকা করে ঢুকছে। আবদুল কাদের পেশায় টোটো চালক। তিনি বলেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট বানিয়েছিলেন ১ থেকে দেড় বছর আগে।তারপর পাসবুক আপডেট করে দেখতে পান, তার অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডারের টাকা ঢুকেছে। আবার সেই টাকা তিনি তুলেছেনও। তবে কি করে তার অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডারের টাকা ঢুকছে, তিনি সে বিষয়ে কিছু জানেন না‌ বলে দাবি করেন।

আরো পড়ুন-পাহাড়ে জোট নয়, জিটিএ নির্বাচনে মাত্র ১০ টি আসনে এককভাবে লড়বে তৃণমূল:অরূপ বিশ্বাস

এবিষয়ে পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার বলেন, একজন পুরুষ কি করে লক্ষীর ভান্ডার এর টাকা পাচ্ছে সে বিষয়ে তার জানা নেই। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেতন। টাকা যাতে তার অ্যাকাউন্টে আর না ঢোকে তার জন্য ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানান।

তবে যাই হোক না কেনো, এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি। বিজেপির জেলা সহ সভাপতি মনোজ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ দুর্নীতি ভরে গেছে। শাসক দলের নেতা মন্ত্রীরা যেভাবে সরকারি কর্মচারীদের চাপ দিয়ে কাজ করাচ্ছে, সেখানে ভুল ভ্রান্তি শাসক দলের দ্বারাই হচ্ছে। প্রশাসনের লোকেদের ফাঁসাতে চাচ্ছে শাসকদলের নেতা মন্ত্রীরা বলেও কটাক্ষ করেন তিনি। সঠিক ভাবে তদন্ত হলে এরকম আরও অনেক লক্ষীর ভান্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে যে ঢুকছে তা বেরোবে বলেও এদিন দাবি করা হয় বিজেপির পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *