১৯ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে হাওড়ার মঙ্গলাহাট

নিউজ ডেস্ক: দেশের বৃহত্তম বস্ত্র বিপণির হাট এবার খুলবে করোনার মধ্যেই। প্রায় ৬ মাস পর অবশেষে খুলতে চলেছে হাওড়ার মঙ্গলাহাট। ব্যবসায়ীরা লিখিত আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।আর তার ভিত্তিতে পুলিশ কমিশনার কুনাল আগরওয়াল, জেলাশাসক মুক্তা আর্য, ও প্রশাসনের অন্য কর্তারা বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, ১৯ সেপ্টেম্বর, মঙ্গলাহাট শনিবার রাত থেকে চালু হবে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত বেচাকেনা করা যাবে । তবে এবার থেকে মঙ্গলহাট আর মঙ্গলবার নয়, শনিবার করে বসবে।

বৈঠকে জানানো হয়েছে, যাঁদের স্থায়ী দোকান রয়েছে মঙ্গলহাটে শুধুমাত্র তাঁরাই বসতে পারবেন। যাঁরা রাস্তার ধারে বসে সেই হকারদের নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেখানে এখন থেকে মানতে হবে সামাজিক দূরত্ববিধি, পরতে হবে মাস্ক। আপাতত চলবে দু’‌সপ্তাহের জন্য। পরে বিবেচনা করে বাকি ব্যবস্থা নেওয়া হবে।

তবে মঙ্গলবারের মঙ্গলাহাট হঠাৎ শনিবারে কেন এই নিয়ে উঠছে কথা। প্রশাসনের তরফে জানানো হয়েছে ভিড় যাতে কম হয় সেই কারণে ছুটির দিন হিসেবে শনিবারকে বেছে নেওয়া হয়েছে। মঙ্গলবার ওই এলাকায় অফিস, দোকানপাট সবকিছুই খোলা থাকে। এমনিতেই ভিড় হয়। হাট বসলে সেই ভিড়ে করোনা সংক্রমণ আটকানো সমস্যা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *