দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে সস্ত্রীক পুজো দিতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর বেশ কিছুদিন অস্থায়ী রাজ্যপাল থাকার পর বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস।সরস্বতী পুজোর দিন বাংলায় হাতেখড়ি দিয়ে বাংলা রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করে দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করতে সেখান থেকে ফিরে আজ সকালে তিনি সস্ত্রীক আসেন দক্ষিণেশ্বর মন্দিরে।

আরো পড়ুন-দীর্ঘক্ষণ অক্সিজেনের জন্য কাতরালেও হাসপাতালের কোন কর্মী ও নার্স সহযোগিতার না করায় মৃত্যু যুবকের

রাজ্যপালের আগমন ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে চত্বর।পুজো দিয়ে বেড়িয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানান বাংলার অন্যতম তীর্থক্ষেত্র এই দক্ষিণেশ্বর এবং ঠাকুর রামকৃষ্ণ এর স্মৃতিবিজড়িত এই মন্দির তাই এই মন্দিরে মায়ের কাছে পুজো দিতে এসেছি।

আরো পড়ুন-‘তৃণমূলের সঙ্গে যত বেশি মাখামাখি করবেন,ততই রাজ্যপালের ভবিষ্যৎ বিপদজনক’:হুঁশিয়ারি শমিকের

তবে বাংলার সংস্কৃতির প্রশংসা করলেও অমিত শাহের সাথে বৈঠক এবং বাংলার রাজনৈতিক বিষয় এড়িয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *