বর্ধমানে বাজ পড়ে ৪ জনের মৃত্যু!গুরুতর জখম এক

এই গরমে নাজেহাল হচ্ছিল বঙ্গবাসীর|হাঁসফাঁস করছিল প্রাণটা,আজ তারই মাঝে স্বস্তির কিছুটা নিশ্বাস নিল আজ রাজ্যবাসী মুষলধারে বৃষ্টি ও তীব্র ঝোড়ো হাওয়ার মধ্যে দিয়ে|তবে কথায় আছে না,কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ|তেমনই এই স্বস্তির খবরের মাঝে এলো বেদনাদায়ক দুঃসংবাদ|

আরো পড়ুন-দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস পেল বাংলা!এবার হাতের নাগালে পুরী জগন্নাথ ধাম

বৃষ্টিপাতের জেরে বৃহস্পতিবার দুপুর থেকে গোটা পূর্ব বর্ধমান জেলাজুড়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪ জন।ভাতারের বেলেণ্ডা গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মনসুর আলি শেখের,কালনা মহকুমাতেও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে খোকন শেখের (৪০),বজ্রাপাতে মৃত্যু হয়েছে খণ্ডঘোষের তোরকোনার বাসিন্দা বাসুদেব রায়ের(৫২),আবারম ঙ্গলকোটের জাঁহাপুর গ্রামের বাসিন্দা আপাল লোহারের (৪১) মৃত্যু হয়েছে।

আরো পড়ুন-অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসকদের সম বেতন সম্ভব নয়: সুপ্রিম কোর্ট

এ দিন বজ্রাঘাতে গুরুতর জখম হয়েছেন বর্ধমান থানার নতুনগ্রামের বাসিন্দা মফুজা বেগম (৩৫)।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *